উত্তরবঙ্গ

রাতে তৃণমূল অঞ্চল সভাপতির বাড়ির সামনে বোমাবাজি, অভিযুক্ত বিজেপি

সংবাদদাতা, দেওয়ানহাট: লোকসভা ভোটের আগে বোমাবাজি শুরু দিনহাটা মহকুমার দেওয়ানহাটে। মঙ্গলবার গভীররাতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ির সামনে বোমাবাজি করে দুষ্কৃতীরা। অভিযোগ, বিজেপি তাদের আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে কোচবিহার-১ ব্লকের দেওয়ানহাট বাজার এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। যদিও ঘটনার সঙ্গে দলীয় যোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। তাদের নিশানা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের দিকে। সবমিলিয়ে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। গোটা বিষয়ে কোচবিহারের অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মিনা বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে। 
দীর্ঘদিন থেকে তৃণমূলের দেওয়ানহাট অঞ্চল সভাপতি রয়েছেন তাপস দে। মঙ্গলবার রাত ১২টা নাগাদ একদল দুষ্কৃতী বাইক নিয়ে এসে তাঁর বাড়ির সামনে দু’টি বোমা ফাটায়। এরপর জয় শ্রীরাম স্লোগান দিয়ে বাইক নিয়ে পালিয়ে যায়। মাঝরাতে বাজার এলাকায় বোমাবাজির বিকট আওয়াজে আঁতকে ওঠেন স্থানীয়রা। তাঁরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। দলের অঞ্চল সভাপতির বাড়ির সামনে দুষ্কৃতীদের বোমাবাজির খবর পেয়ে চলে আসেন তৃণমূলের নেতা-কর্মীরা। ঘটনাস্থলে আসে দেওয়ানহাট ফাঁড়ির পুলিস। 
বুধবার সকালে অঞ্চল সভাপতির বাড়িতে আসেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার-১ (বি) ব্লক সভাপতি আব্দুল কাদেরও চলে আসেন। ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় তৃণমূলের তরফে ধিক্কার ও প্রতিবাদ মিছিল করা হয়। গোটা ঘটনা নিয়ে তৃণমূলের দেওয়ানহাট অঞ্চল সভাপতি তাপস দে বলেন, মাস দু’য়েক আগে আমাকে দল ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাইকে আমার বাড়ির সামনে এসে বোমাবাজি করে। তারপর জয় শ্রীরাম বলে স্লোগান  দিতে দিতে চম্পট দেয়। এদিন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমাকে এভাবে ভয় দেখিয়ে লাভ হবে না। 
তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, সামনেই লোকসভা ভোট। তারআগে বিজেপি আমাদের দলের নেতা-কর্মীদের বাড়ির সামনে বোমাবাজি করে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। আসলে রাজ্য সরকারের উন্নয়ন দেখে ওরা ভয় পেয়েছে। আমারা উন্নয়নকে হাতিয়ার করে মানুষকে সঙ্গে নিয়ে ওদের সন্ত্রাস প্রতিহত করব। 
যদিও ওই তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় দলের কেউ   জড়িত নয় বলে বিজেপি নেতৃত্বের দাবি। বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক  বিরাজ বসু বলেন, গোটা অভিযোগই ভিত্তিহীন। এ ঘটনার সঙ্গে  বিজেপির কোনও সম্পর্ক নেই। সবটাই তৃণমূলের গোষ্ঠীকোন্দল। নিজেরাই ঝামেলা করে আমাদের ঘাড়ে চাপাচ্ছে। লোকসভা ভোটের আগে তৃণমূলের দুষ্কৃতীরাই বিজেপি কর্মীদের উপর হামলা করছে। মানুষ সব জানে। ভোটবাক্সে তৃণমূল জবাব পাবে।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা