উত্তরবঙ্গ

বিজেপি পঞ্চায়েত সদস্যের আশ্বাসের পরও মেলেনি এমপি তহবিল, অসন্তোষ

সংবাদদাতা, ময়নাগুড়ি: বিজেপির পঞ্চায়েত সদস্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, দলীয় সাংসদকে দিয়ে অর্থ বরাদ্দ করে এনে পাকা সেতু করে দেবেন। কিন্তু, পাকা সেতু তো দূরের কথা, বাঁশের সাঁকোও হয়নি। আর তারই জেরে লোকসভা ভোটের মুখে ক্ষোভ চড়ছে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি-২  পঞ্চায়েতের বাসিন্দাদের। বরাদ্দ আনতে না পেরে এখন প্রশ্নের মুখে পঞ্চায়েত সদস্য পুতুলরানি মোদক। ভোটের আগে তাঁর কাছে জবাব চাইছেন গ্রামবাসীরা।  জলপাইগুড়ির বিজেপি এমপি ডাঃ জয়ন্ত রায়ের অবশ্য দাবি, বিরোধী দলের সাংসদ হওয়ার কারণে কোনও কাজ তিনি ঠিকমতো করতে পারেননি। তাঁর কথায়, ‘কোনও দপ্তর থেকে নো অবজেকশন পাচ্ছি না। স্বাভাবিকভাবেই কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।’  
অতীতে বাঁশের সাঁকো ছিল। সেই সাঁকো ভেঙে মৃত্যু হয় এক ছাত্রীর। এলাকা পরিদর্শনে এসে সাঁকোর পরিবর্তে পাকা সেতু করে দেওয়া হবে, ১৬১ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য পুতুলরানি মোদক এমনই আশ্বাস দিয়েছিলেন বাসিন্দাদের। এদিকে, পাকা সেতু না হওয়ায় শৌলি নদীর উপর এখনও সাঁকোর খুঁটিগুলি পোঁতা রয়েছে। স্থানীয় বাসিন্দা তুলেশ্বর মাদক, গুরুদাস রায় বলেন, নদীর এক প্রান্তে যেমন  প্রচুর কৃষিজমি সহ শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে, অন্যদিকে রয়েছে প্রাইমারি স্কুল ও হাইস্কুল। কংক্রিটের সেতু হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। শিশুরা খুব সহজে স্কুলে যেতে পারবে। এখন প্রায় তিন কিমি ঘুরে যেতে হচ্ছে তাদের। ফসল বাজারে নিয়ে যেতে গাড়ি ভাড়া লাগছে অনেক টাকা। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ডাকলে কিংবা টোটোয় নিয়ে যেতে ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে। আমরা চাই, পাকা সেতু হোক। দুর্ভোগ থাকলেও বাঁশের সাঁকো আর করতে দেব না। কারণ, সাঁকো থেকেই পড়ে অতীতে একজনের মৃত্যু হয়েছে। পঞ্চায়েত সদস্য পুতুলরানি মোদক বলেন, সাংসদকে বলেছিলাম, যাতে এখানে পাকা সেতুর জন্য বরাদ্দ দেওয়া হয়। আমি বিজেপির পঞ্চায়েত সদস্য হলেও আমাদের পঞ্চায়েত তৃণমূলের দখলে। হয়তো প্রধান এলাকার উন্নয়ন হোক চান না। পঞ্চায়েত প্রধান বাবলু রায় বলেন, সবটাই ভুল কথা। দলমত নির্বিশেষে এলাকায় উন্নয়ন হোক, সেটা আমি চাই। আসলে বিজেপির উন্নয়নের ইচ্ছে নেই।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা