উত্তরবঙ্গ

১০০ দিনের সহায়তা কেন্দ্রের ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ল দুষ্কৃতীরা, চাঞ্চল্য

সংবাদদাতা, পতিরাম: ১০০ দিনের কাজের বকেয়া মেটাতে শ্রমিকদের সহায়তায় গ্রামে গ্রামে ক্যাম্প খুলেছে তৃণমূল। বুধবার রাতে বালুরঘাট ব্লকের জলঘর পঞ্চায়েতে সেই ক্যাম্পের ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বিষয়টি নজরে আসতেই তৃণমূল সমর্থকরা বিক্ষোভ দেখান। এনিয়ে বিজেপিকে দায়ী করে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। জলঘরের পাশাপাশি চিঙ্গিসপুর পঞ্চায়েতেও সহায়তা কেন্দ্রের ফেস্টুন উধাও। এনিয়েও অভিযোগের তির বিজেপির দিকে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। এবিষয়ে তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক মলয়কুমার মণ্ডল বলেন, বুধবার রাতে জলঘরে সহায়তা কেন্দ্রের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। যারা উন্নয়ন সহ্য করতে পারে না, সেই বিরোধীরাই এ কাজ করেছে। এনিয়ে আমরা বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ঘটনায় কে বা কারা জড়িত তা প্রকাশ্যে আনার দাবি জানিয়েছি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপী সরকার বলেন, তৃণমূল মিথ্যা অভিযোগ করছে।  এই অভিযোগ শুনলে সাধারণ মানুষও হাসবে। ক্যাম্পের ফ্লেক্সে কোন নেতার নাম রাখা হবে, কার নাম রাখা যাবে না, তা নিয়েই তৃণমূলের নিজেদের মধ্যে কোন্দলে এসব হচ্ছে। বিজেপি ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়ার সংস্কৃতিতে বিশ্বাসী নয়। বালুরঘাট সদর ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ বলেন, এনিয়ে অভিযোগ দায়ের হয়ে থাকলে ঘটনাটি খতিয়ে দেখা হবে। 
দীর্ঘদিন ধরে সারা রাজ্যে ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। তাই রাজ্য সরকার তা মেটানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই নানা জায়গায় ক্যাম্প করে আবেদনপত্র নেওয়া হচ্ছে। বালুরঘাট ব্লকের পঞ্চায়েত অফিসগুলির পাশে এই ক্যাম্প করা হয়েছে। জলঘর অঞ্চলে ক্যাম্পের ফ্লেক্সগুলি ছিঁড়ে ফেলা হয়েছে। চিঙ্গিসপুর পঞ্চায়েতেও কে বা কারা ফ্লেক্স খুলে নিয়ে গিয়েছে। তৃণমূলের দাবি, ফ্লেক্সগুলি বিজেপি খুলে নিয়ে গিয়েছে।
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা