উত্তরবঙ্গ

কেন্দ্রের দলের পরিদর্শন নিয়ে কটাক্ষ পাল্টা কটাক্ষ তৃণমূল-বিজেপির

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ১০০ দিন, আবাস যোজনা সহ কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে ক্ষোভ, রাজনৈতিক চাপানোতরের মধ্যেই ফের জলপাইগুড়িতে এল কেন্দ্রীয় দল। যা নিয়ে কটাক্ষ, পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপির। শুক্রবার সন্ধ্যায় দুই সদস্যের টিম জলপাইগুড়ি জেলাপরিষদে এসে পৌঁছয়। জেলা পরিষদের আধিকারিক ও দুই বিডিও’র সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন ওই দলের সদস্যরা। দুই ব্লকের আবাস যোজনার নামের তালিকা, কাদের নাম তালিকাভুক্ত হয়েছিল সেই বিষয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। এদিকে, কেন্দ্রীয় টিমের জেলায় আগমন প্রসঙ্গে জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, আবাস যোজনার কাজ দেখতে এসেছেন ওরা। কিন্তু, ২০১৮ সালের তৈরি করা উপভোক্তাদের নামের তালিকা নিয়ে আগেই জেলা প্রশাসন ও জেলা পরিষদ থেকে কেন্দ্রকে জানানো হয়েছিল। তারপর এখন টাকা বন্ধ। 
তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, ২০১৮ সালের যে নামের তালিকা কেন্দ্রকে পাঠানো হয় প্রশাসনের তরফে। তার একটি টাকা এখনও দেয়নি কেন্দ্র। বিজেপি খুব বলেছিল আবাসের টাকা পাইয়ে দেবে বলে। কিন্তু, টাকা আসেনি। এখন পরিদর্শনের নামে কি হয় সেটাই দেখার। বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন,  আবাসের যে তালিকা হয়েছিল। তারমধ্যে তৃণমূলের অনেক নেতার নাম রয়েছে। যাঁদের বড় বাড়ি, গাড়ি আছে। তাই হয়তো এই পরিদর্শন।
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা