উত্তরবঙ্গ

ফের সোনার দোকানে চুরি কোচবিহারে, বাবুরহাটেও

সংবাদদাতা, দিনহাটা: কোচবিহারে চলছে রাসমেলা। হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে মেলায়। আর সেই সুযোগে হাজির ভিন এলাকা চোরেরাও। তাই চোর ধরতে কার্যত হিমশিম খাচ্ছে পুলিস। বুধবার রাতে পুণ্ডিবাড়ি বাজারে দু’টি সোনার দোকানে চুরি হয়। একই কায়দায় শাটার ভেঙে বৃহস্পতিবার রাতে বাবুরহাট বাজারের তিনটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে তা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। যদিও পুলিস প্রশাসন চোর ধরতে ময়দানে নেমেছে। এজন্য রাতারাতি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করেছে জেলা পুলিস বিভাগ। কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, দু’দিনে পাঁচটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। আমরা প্রতিটি ক্ষেত্রেই তদন্ত শুরু করেছি। 
বুধবার রাতে পুণ্ডিবাড়ি বাজারে পাশাপাশি দু’টি সোনার দোকানে চুরি হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দেখেন দোকানের শাটার খোলা। সিন্দুক ভেঙে চুরি করা হয় সোনা ও রুপোর গয়না। একই কায়দায় বাবুরহাটেও সোনার দোকানে চুরি হল। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হয়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে মুখ ঢোকে তিনজন চোর দোকানে প্রবেশ করে। চুরি করার পরে দোকানের সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। শুধু তাই নয়, হার্ডডিস্কটি নিয়ে যায় তারা। তবে পাশের একটি দোকানের সিসি ক্যামেরায় চোরদের মুখ ধরা পড়ে। রাতে হালকা বৃষ্টি হচ্ছিল। ব্যবসায়ীরা তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। লোকজন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। শুনশান রাতে চুরি করেছে দুষ্কৃতীরা। এক দোকান মালিক সুবীর রায় বলেন, কয়েক লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। 
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা