উত্তরবঙ্গ

কোর্ট আধিকারিকের চেয়ারে বসে অভিযোগ শুনলেন বিচারপতি

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এজলাসে জনৈক কোর্ট আধিকারিকের চেয়ারে বসে সেবদুল্লা গ্রামের জলকষ্টের কথা শুনলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জলকষ্ট নিয়ে আনা মামলার প্রেক্ষিতে সোমবার নকশালবাড়ির কানু সান্যালের গ্রামের কয়েকজনকে ডেকে পাঠান তিনি। সেই মতোই মঙ্গলবার যথাসময়ে এজলাসে শুরু হয় বিচারপর্ব। 
শুরুতেই বিচারপতি গ্রামবাসীদের ডেকে নেন কোর্ট অফিসারদের টেবিলের কাছে। নিজের আসনে বসে গ্রামবাসীদের কথা শুনতে না পেয়ে, চলে আসেন একেবারে কোর্ট অফিসারদের কাছে। ধৈর্য্য ধরে শোনেন মৌসুমি ওরাওঁ, লালমোহন মুণ্ডা, দীপু হালদার, শান্তি নাগাসিয়ার মতো গ্রামবাসীদের জলকষ্টের সমস্যা। ঘণ্টা দেড়েক ধরে চলে সেই পর্ব। বিচারপতিকে সামনে পেয়ে জল সমস্যার কথা জানান গ্রামবাসীরাও। তাঁরা বলেন, ঝর্ণার জল খেয়ে পেটের রোগ হচ্ছে। গ্রামে কয়েকটি কল থাকলেও তাতে প্রায় জল থাকে না। মূল রাস্তা থেকে দূরের লোকজন জল পান না। শেষ পর্যন্ত সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি এদিন জল প্রকল্পের কাজের রক্ষণাবেক্ষণকারী ঠিকাদার, শিলিগুড়ি মহকুমা পরিষদের এক আধিকারিক ও সেবদুল্লা গ্রামে নিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্মীকে বুধবারই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে গ্রামের পরিস্থিতি সরেজমিনে দেখতে যেতে পারেন বলেও সম্ভাবনা জিইয়ে রেখেছেন বিচারপতি। তিনি এদিন বলেছেন, কলকাতায় ফিরে গেলেও মাঝেমধ্যেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রামবাসীদের জল সমস্যার কথা শুনবেন। আবেদনকারীদের আইনজীবী সন্দীপ মণ্ডল বলেন, কোভিডের সময় থেকেই নকশালবাড়ি ব্লকের হাতিঘিষা পঞ্চায়েতের সেবদুল্লা গ্রামটি জলকষ্টে জর্জরিত। জলজীবন মিশন প্রকল্পের কাজের পরও গ্রামের ১০৭টি পরিবার জলই পাচ্ছে না। সমস্যার সমাধান চেয়েই মামলা হয়। বিচারপতি চান দ্রুত সমস্যার সমাধান হোক। তার পরিপ্রেক্ষিতেই বিচারপতি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে পরোক্ষভাবে জড়িত দু’জন এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের এক আধিকারিককে আদালতে হাজির হতে বলেছেন। তিনি বলেন, গ্রামে একটি অব্যবহৃত কুয়ো রয়েছে। তা থেকেও জল সরবরাহ করা যায় কি না দেখা হচ্ছে। সরকারপক্ষের আইনজীবী হীরক বর্মন বলেন, কাজ চলছে। এনিয়ে পিএইচই’র ইঞ্জিনিয়ারদের বক্তব্যও শোনেন বিচারপতি। 
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা