উত্তরবঙ্গ

শিলিগুড়িতে পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে বিজেপির শিবির
 

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: তৃণমূল কংগ্রেসের আন্দোলনে কোণঠাসা পঞ্চায়েত সমিতির দলীয় সদস্যদের প্রশিক্ষণ দিল বিজেপি। মঙ্গলবার শিলিগুড়ি শহরের আশ্রমপাড়ায় একটি সরকারি লজে ওই শিবির করা হয়। দলীয় সূত্রের খবর, শিবিরে দার্জিলিং পাহাড় ও জলপাইগুড়ি জেলার ৮৩ জন পঞ্চায়েত সমিতির সদস্য হাজির ছিলেন। তাঁদেরকে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে আন্দোলনে নামার নির্দেশ দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। শিবিরে দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক দীপক বর্মন, রাজ্যের সহ সভাপতি রথিন বোস প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, পঞ্চায়েত স্তরে শাসক দল তৃণমূল কংগ্রেস একতরফাভাবে উন্নয়নমূলক কাজকর্ম করছে। বিজেপির নির্বাচিত সদস্যদের এলাকাকে উন্নয়নমূলক কাজকর্ম থেকে বঞ্চিত করা হচ্ছে। এজন্যই এদিন শিবিরে পঞ্চায়েত সমিতির সদস্যদের আন্দোলনে নামার নির্দেশ দিয়েছেন দলের রাজ্য নেতৃত্ব।
প্রসঙ্গত, ১০০ দিনের কাজ প্রকল্প ও আবাস যোজনা সহ কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে হাওয়া গরম করেছে তৃণমূল। তাদের আন্দোলনের জেরে চব্বিশের ভোটের মুখে গ্রামে গ্রামে কার্যত কোণঠাসা বিজেপির নির্বাচীত সদস্যরা। এমন প্রেক্ষাপটে বিজেপির ওই প্রশিক্ষণ শিবির যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা