বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। শুক্রবার দিলীপ রায়ের তোলা ছবি।

স্বর্ণ ব্যবসায়ীকে খুনের মামলায় মূল অভিযুক্তের
যাবজ্জীবন, বাকিদের কারাদণ্ড দিল আদালত

সংবাদদাতা, পতিরাম: হিলি ব্লকের তিওরের স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুনের মামলায় চারজন অভিযুক্তের সাজা ঘোষণা করলেন দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। বুধবার বিচারক অনন্তকুমার সিংহ মহাপাত্রের এজলাসে ওই মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার ওই মামলায় সাজা ঘোষণা করে আদালত। রায়ে মূল অভিযুক্ত বিহারের বাসিন্দা শুভম কুমারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। বাকি অন্য অভিযুক্ত বিহারের বাসিন্দা প্রশান্ত সাহানি এবং হিলির বাসিন্দা সুব্রত মালীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আর চতুর্থ আসামী বালুরঘাটের বাসিন্দা দীপক দাসকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  
এবিষয়ে জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, ২০২১ সালের জুলাই মাসে সোনার দোকানের মালিক প্রদীপ কর্মকারের খুনের মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। শুক্রবার ওই মামলার রায় দেন বিচারক। খুন হওয়া ওই ব্যবসায়ীর স্ত্রী মুক্তি কর্মকার এদিন বলেন, সোনা ছিনতাই করতে গিয়ে আমার স্বামীকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। আমরা প্রথম থেকেই দুষ্কৃতীদের শাস্তি দাবি জানিয়েছি। আজ তাদের শাস্তি হয়েছে। তাতে আমরা সন্তুষ্ট।
জানা গিয়েছে, ২০২১ সালের ৯ জুলাই হিলি ব্লকের তিওরের স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার দোকান বন্ধ করে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময় কয়েকজন দুষ্কৃতী বাড়ির সামনেই ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। এরপর ওই ব্যবসায়ীকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা তাতেই মারা যান ওই স্বর্ণ ব্যবসায়ী। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। তারমধ্যে দু’জন বিহারের বাসিন্দা। খুন করার জন্য তাদেরকে ভাড়া করে এই জেলায় আনা হয়েছিল বলে জানা গিয়েছে। ওই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা জেলা। প্রায় দু’বছরের মধ্যেই দ্রুত ওই মামলার বিচার হওয়ায় খুশি ওই পরিবার।

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ