উত্তরবঙ্গ

মালদহের ফোয়ারা মোড়ে মৃতদেহ রেখে বিক্ষোভ

সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীতে ইংলিশবাজার শহরের বাসিন্দা হৃদয় দাস (২৭) নামে এক যুবকের মৃতদেহ বৃহস্পতিবার উদ্ধার হয়। শুক্রবার শহরের ফোয়ারা মোড়ে দেহ রেখে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা। তাঁদের অভিযোগ, অপহরণের পর খুন করে হৃদয়কে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে হবিবপুর থানায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিস কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। দুপুর ৩টে থেকে ৪টে পর্যন্ত ফোয়ারা মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। যদিও পুলিস ও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন মৃতের পরিবারের লোকেরা।  এদিন মৃত যুবকের ভাই বিক্রম দাস বলেন, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিস অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। আমরা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখিয়েছি। এ বিষয়ে জেলা পুলিসের এক শীর্ষ কর্তা বলেন, ঘটনার তদন্ত চলছে। তবে এখনও পর্যন্ত খুনের বিষয়টি স্পষ্ট নয়। মৃতের পরিবার পরিজনদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ইংলিশবাজার শহরের অরবিন্দ কলোনির বাসিন্দা হৃদয় দাসের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয়েছিল। বুলবুলচণ্ডীতে কংগ্রেসের শ্রমিক সংগঠনের অফিস ঘরে তাঁর মৃতদেহ ঝুলছিল। পরিবারের লোকেদের তরফে অভিযোগ তোলা হয়, মোবাইল বিক্রি করার টাকাপয়সা লেনদেনের বিবাদে আটকে রেখে খুন করা হয়ে ছেলেকে। প্রসঙ্গত, হৃদয় দাস স্থানীয় একটি ছেলের কাছে ৭৪০০ টাকার বিনিময়ে একটি মোবাইল ফোন বিক্রি করেছিলেন।
13Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা