বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

যত্রতত্র বসানো হচ্ছে সাবমার্সিবল
জেলায় কমছে ভূগর্ভস্থ জলস্তর

সংবাদদাতা, বালুরঘাট: প্রশাসনের অনুমতি ছাড়াই দক্ষিণ দিনাজপুর জেলায় যত্রতত্র সাব মার্সিবল বসানো হচ্ছে। এতে জলস্তর ক্রমশ নীচে নেমে যাচ্ছে। মূলত গরম পড়তেই তপন ব্লকে জলের কষ্ট দেখা দেয়। তবে এখন তপন ব্লকের পাশাপাশি খোদ বালুরঘাট সহ প্রায় অধিকাংশ ব্লকে নলকূপ থেকে জল উঠছে না। নলকূপ থেকে জল উঠলেও জলস্তর নীচে নেমে যাওয়ায় অধিকাংশ টিউবওয়েল থেকে আয়রন যুক্ত জল বের হচ্ছে। সেই জল কার্যত খাওয়ার অযোগ্য। অভিযোগ, কৃষিকাজের পাশাপাশি শহর, গ্রামে সাব মার্সিবেলের ব্যবহার বেড়ে চলেছে। অন্যদিকে জলের প্যাকেজিং বোতলের কারখানা ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গজিয়ে ওঠায় দেদার হারে ভূগর্ভস্থ জল উত্তোলন করা হচ্ছে। প্রশাসনের নজরদারির অভাবে এমনটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের ঢিলেঢালা নজরদারির  সুযোগ নিয়ে দিনের পর দিন যত্রতত্র মার্সিবল বসানোর কাজ চলছে। এমন চলতে থাকলে আগামীতে জেলাজুড়ে পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিতে পারে। 
দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার বলেন, আমরা ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের মাধ্যমে জল সংরক্ষণ করছি। অনুমতি না নিয়ে ব্যবসার কাজে জল উত্তোলন করতে দেওয়া হবে না। এনিয়ে কড়া পদক্ষেপ করা হবে। 
জেলাজুড়ে কৃষি কাজে পাম্পসেটের বদলে সাব মার্সিবলের ব্যবহার বেড়েছে। মূলত এখন মার্সিবেলের মাধ্যমে জলসেচ করা হয়।  জেলাজুড়ে এখন প্রচুর সাব মার্সিবল রয়েছে। অন্যদিকে জাতীয় সড়কের ধারে একাধিক বাড়িতে মার্সিবল বসিয়ে সেই জল মাছের গাড়িতে দেওয়া হচ্ছে। ফ্ল্যাটগুলিতেও একই ভাবে মার্সিবল বসানো হয়েছে। গ্রাম-গঞ্জে ব্যাঙের ছাতার মতো বোতল ও জারবন্দি জলের ব্যবসার কাণে মার্সিবল বসানো হচ্ছে। স্বাভাবিক ভাবে বিপুল সংখ্যাক মার্সিবল বসানোর কারণে ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ নীচে নেমে যাচ্ছে। দিনরাত জল তোলার কারণে জেলার অধিকাংশ ব্লকে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। অনেক নলকূপ থেকে জল উঠছে না। হিলি, বালুরঘাট, বংশীহারি, গঙ্গারামপুর, তপন, কুমারগঞ্জের একাধিক এলাকায় এই সমস্যা দেখা দিয়েছে। 
জেলায় আগে ৩০ ফুট গভীর নলকূপ বসানো হলেই পরিষ্কার জল উঠত। তবে এখন ৬০-৯০ ফুট গভীরে নলকূপ বসানো হলেও সেই জল পানের অযোগ্য থাকছে। অধিকাংশ নলকূপ থেকেই আয়রন যুক্ত জল বের হচ্ছে।  স্বাভাবিক ভাবে নলকূপের জল পান করার অযোগ্য হওয়ায় ভরসা করতে হচ্ছে ২০ লিটার পরিস্রুত পানীয় জলের জারের উপর।

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ