বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে
অভিযোগ শুনলেন সভাধিপতি

সংবাদদাতা, নকশালবাড়ি: দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে সাধারণ মানুষের অভিযোগ শুনলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। বুধবার নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির দূত হিসেবে যান সভাধিপতি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সজ্জনি সুব্বা, মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ সহ অন্যান্যরা। এদিন প্রথমে মিরজাংলা এলাকায় সাধারণ মানুষদের সঙ্গে দেখা করার সময় স্থানীয়রা জয় জোহার প্রকল্প না পাওয়ায় সভাধিপতিকে অভিযোগ জানান। পরে জাবরা এলাকায় জিটিএ বিশ্বকর্মা বোর্ডের ঘর না পেয়ে অভিযোগ শুনতে হয় সভাধিপতিকে। অভিযোগ শুনেই জিটিএ সভাসদকে ফোন করেন সভাধিপতি। পরে বেলগাছি হিন্দি হাইস্কুল পরিদর্শন করার পর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। পরে বলেন, সাধারণ মানুষদের সমস্যা শুনছি‌। তা নথিবদ্ধ করে দলীয় নেতৃত্বকে জানানো হবে। পাশাপাশি আমার এক্তিয়ারভুক্ত যে সমস্ত কাজ রয়েছে, তা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। 

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ