বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

জেলার স্কুলগুলিতে কিচেন গার্ডেন
তৈরির উদ্যোগ উদ্যানপালন দপ্তরের

সংবাদদাতা, গাজোল: মালদহের স্কুলগুলিতে কিচেন গার্ডেন তৈরি করবে জেলা উদ্যানপালন দপ্তর। সেই মতো স্কুলগুলি সংশ্লিষ্ট দপ্তরে ই-মেল মারফত আবেদন পাঠাতে শুরু করেছে। উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এপ্রিল পর্যন্ত জেলার ১৫টি ব্লক এবং পুরাতন মালদহ, ইংলিশবাজার শহরের প্রাথমিক স্কুল এবং হাইস্কুলগুলি এই আবেদন পাঠাতে পারবে। তবে উদ্যানপালন দপ্তরের শর্ত অনুযায়ী কিচেন গার্ডেন করার জন্য আবেদনকারী স্কুলগুলির মধ্যে সুষ্ঠু পরিবেশ থাকতে হবে। রোদ পৌঁছয় এমন আর্দশ ফাঁকা জায়গার দরকার। সীমানা প্রাচীর ও জলের ব্যবস্থা স্কুল চত্বরে বাধ্যতামূলক থাকতেই হবে। তাহলে সেই আবেদন গ্রাহ্য হবে। আগ্রহী ও পরিবেশ ভালো এমন ৫০-৭০টি স্কুলে কিচেন গার্ডেন তৈরি করা হবে। 
মালদহ জেলা উদ্যানপালন দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক বলেন, সম্প্রতি জেলা প্রসাশন থেকে সমগ্র স্কুলগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে। জায়গা থাকলে স্কুল কর্তৃপক্ষ কিচেন গার্ডেন তৈরি করতে পারে। এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে হবে। সেই মতো আবেদন শুরু হয়েছে। পরিকাঠামো রয়েছে এমন আগ্রহী স্কুলকে আমরা বাছাই করব। দপ্তর থেকে তাদেরকে সবদিক দিয়ে সাহায্য করা হবে। আগামীতে স্কুলের বাগানে সব্জি চাষ হলে পড়ুয়ারা টাটকা খাবার খেতে পারবে। জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীদিনে বাছাই করা স্কুলগুলিকে নিয়ে জেলা সদর দপ্তরে একটি বৈঠকের আয়োজন করা হবে। সেখানে দপ্তরের কর্তারা থাকবেন। তাঁদের উপস্থিতিতে কিচেন গার্ডেনে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সমস্ত দিক স্কুলগুলিকে বুঝিয়ে দেওয়া হবে। তারপর ধাপ অনুযায়ী দপ্তর এগিয়ে যাবে। আগামীতে সেই স্কুলগুলিতে বেগুন, লেবু, লাউ, টম্যাটো, ঝিঙ্গে সহ বিভিন্ন সব্জির বীজ দেওয়া হবে। ফলের জন্য পেঁপে, কলা সহ আর্দশ জায়গা থাকলে আমের চারা প্রদান করা হবে। কয়েক মাস পর সব্জির ফলন পাওয়া যাবে। তখন স্কুল কর্তৃপক্ষ তা দিয়ে পড়ুয়াদের মিড ডে মিল খাওয়াতে পারবে। মূলত পড়ুয়াদের পাতে পুষ্টিকর খাবার দিতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 
গাজোলের হাতিমারি ম্যানেজড প্রাথমিক স্কুলের টিআইসি গদাধর রায় বলেন, এটা খুব ভালো উদ্যোগ। বীজ পেতে আমরা জেলা উদ্যানপালন দপ্তরে আবেদন করব। এতে মিড ডে মিলের ক্ষেত্রে সুবিধা হবে।

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ