বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

বালুরঘাটে ঢাক বাজিয়ে শোকজের জবাব দিলেন শিক্ষকরা

সংবাদদাতা, পতিরাম: ঢাক বাজিয়ে ও  কেক কেটে উৎসবের মেজাজে শোকজের উত্তর দিলেন শিক্ষকরা। বুধবার দুপুরে এমনই চিত্র দেখা গেল বালুরঘাট শহরে। জানা গিয়েছে, বকেয়া ডিএ’র দাবিতে গত ১০ মার্চ সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলের প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা ধর্মঘটে শামিল হয়েছিলেন। সেই সব প্রাথমিক শিক্ষক -শিক্ষিকাদের শোকজের চিঠি পাঠানো হয়েছে। বুধবার বালুরঘাট সদর চক্রের ২৯ জন শিক্ষক-শিক্ষিকা সেই শোকেজের উত্তর দেন। ঢাক বাজিয়ে কেক কেটে ও মিষ্টিমুখ করিয়ে নেচে নেচে শোকেজের উত্তর দিলেন শিক্ষক শিক্ষিকারা। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে জানা গিয়েছে, জেলার ১১৮২টি প্রাথমিক স্কুলের মধ্যে একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের শোকজ করা হয়েছে। গত সোমবার ৬৬৫ জনকে এবং মঙ্গলবার নতুন করে তিন জনকে শোকজ করা হয়েছে। এবিষয়ে শোকজ হওয়া এক শিক্ষক সনাতন পাল বলেন, এদিন বালুরঘাট সদর চক্রের ২৯ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা উৎসবের মেজাজে ঢাক বাজিয়ে শোকজের উত্তর দিয়েছি। এই শোকজ নিয়ে আমরা কেউ চিন্তিত নই। 

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ