বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

বামনডাঙায় চিতাবাঘের হামলায় জখম

সংবাদদাতা, মালবাজার: বুধবার সকালে নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানে কাজ করতে গিয়ে চিতাবাঘের  হামলায় এক যুবক গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, এদিন সকাল ৮টা নাগাদ ফাগু মুন্ডা নামে ওই যুবক চা বাগানে কাজ করতে গিয়েছিলেন। সেই সময় পিছন থেকে একটি চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে মাথায় ও পিঠে থাবা বসিয়ে দেয়। যুবকটির চিৎকারে চিতাবাঘটি ভয় পেয়ে পালিয়ে যায়। এরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে, এদিন বেলা ১১টা নাগাদ মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগান থেকে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করল খুনিয়া রেঞ্জের বন কর্মীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুনিয়া রেঞ্জের রেঞ্জার স্বজল কুমার দে বলেন, একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ