বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

হবিবপুরে বোনকে কটূক্তির
প্রতিবাদ করায় আক্রান্ত দাদা

সংবাদদাতা,পুরাতন মালদহ: সরস্বতী পুজোর দিন বোনকে কটূক্তির প্রতিবাদ করে আক্রান্ত হলেন দাদা। এই ঘটনায় মালদহের হবিবপুর ব্লকের আইহো হাটখোলা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের মারে  ওই তরুণীর দাদা সহ দু’জন  জখম হয়েছেন। তাঁদেরকে স্থানীয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতাল প্রাথমিক চিকিৎসা করানো হয়। অভিযোগ, স্থানীয়  পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের নিমাই সিংহ  দুষ্কৃতীদের মদত দিয়েছেন। যদিও নিমাইবাবু অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিস একজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে। 
এবিষয়ে হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার বলেন, অভিযোগের ভিত্তিতে  ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  এবিষয়ে তরুণীর দাদা বলেন, সরস্বতী পুজো দেখতে গিয়ে বোনকে কয়েকজন যুবক কটূক্তি করে। এর প্রতিবাদ করায় আমাকে বেধড়ক মারধর করা হয়েছে। পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্যের মদতে দুষ্কৃতীরা এই হামলা চালায়। আমরা বিষয়টি পুলিসকে লিখিত ভাবে জানিয়েছি। এবিষয়ে পঞ্চায়েত সদস্য নিমাই সিংহ বলেন, ঘটনার দিন আমি ছিলাম না। পরে এলাকায় হই হট্টগোল হলে বিষয়টি জানতে পারি। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। পঞ্চায়েত ভোটের আগে আমাকে কালিমালিপ্ত করার জন্য মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আইহো হাটখোলায় সরস্বতী পুজো উপলক্ষে মেলা বসে। সেখানেই ওই তরুণী গেলে তাঁকে কটূক্তি করা হয়। 

29th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ