দেশ

দিল্লিতে রুশদির বাড়ির দাম নির্ধারণের নির্দেশ দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর: কত টাকা দামে বিক্রি হবে বুকারজয়ী লেখক সলমন রুশদির পৈতৃক বাড়ি? এব্যাপারে আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল্লি হাইকোর্টের। নতুন করে বাড়িটির বাজারদর নির্ধারণ করতে বলেছে ডিভিশন বেঞ্চ। দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চকে নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির সিভিল লাইনসের ওই বাড়িটি রুশদির বাবা প্রাক্তন কংগ্রেস নেতা ভিখু রাম জৈনকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দু’পক্ষের মধ্যে সমস্যার জন্য বাড়ি বিক্রি স্থগিত হয়ে যায়। এর আগে দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ওই বাড়ির দাম ১৩০ কোটি টাকা নির্ধারণ করেছিল। কিন্তু বিচারপতি বিভু বাখরু ও অমিত মহাজনের ডিভিশন বেঞ্চ সেই রায় খারিজ করে দিয়েছে। 
 ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ওই সম্পত্তির মূল্য নতুন করে নির্ধারণের কথা বলেছে। ১৯৭০ সালে লেখকের বাবা আনিস আহমেদ রুশদি তাঁদের বাড়িটি ৩.৭৫ লাখ টাকায় ভিখু রাম জৈনকে বিক্রির জন্য চুক্তিবদ্ধ হন। কিন্তু পরবর্তী সময়ে এই নিয়ে দু’পক্ষের মধ্যে আইনি লড়াই শুরু হয়, যা সুপ্রিম কোর্টে পৌঁছায়। শীর্ষ আদালত ভিখু রামের পক্ষে রায় দেয় এবং বাজারদর অনুযায়ী রুশদিদের বাড়িটি ভিখুদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু বাড়ির দাম কত হবে তা ঠিক করার দায়িত্ব দিল্লি হাই কোর্টকে দেয় শীর্ষ আদালত।  ২০১২ সালের হিসেবে বাড়িটির দাম নির্ধারণ করা হয় ১৩০ কোটি টাকা। এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় জৈনরা।
11Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা