দেশ

টানাপোড়েন তুঙ্গে, অসন্তোষ সামলাতে একাধিক উপ মুখ্যমন্ত্রীর ফর্মুলা বিজেপির

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: শুধুই মুখ্যমন্ত্রী নয়। থাকবেন এক কিংবা একাধিক উপ মুখ্যমন্ত্রী। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে নরেন্দ্র মোদির ফরমুলা এরকমই হতে চলেছে। কারণ একটাই। প্রথমত, একাধিক দাবিদারের সম্ভাব্য বিদ্রোহ কিংবা অসন্তোষ দমন করা। আর দ্বিতীয়ত কাউকেই প্রশাসনিক একাধিপত্য না দেওয়া।  তিন রাজ্যেই নতুন মুখের মুখ্যমন্ত্রী আনাই নরেন্দ্র মোদি এবং অমিত শাহের ইচ্ছা। বিজেপিতে তাঁরাই সর্বেসর্বা। তিন রাজ্যেই আশাতীত গরিষ্ঠতা এসেছে। আর যেহেতু ছিল না কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুখ, তাই এই কে হবেন মুখ্যমন্ত্রী সে‌ই ঩সিদ্ধান্ত নেওয়া সহজ হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে, তেলেঙ্গানা জয়ের ২৪ ঘন্টার মধ্যেই কংগ্রেস ঘোষণা করে দিয়েছে কে হবেন মুখ্যমন্ত্রী। অথচ বিজেপি বুধবার পর্যন্ত রহস্য জিইয়ে রেখেছে। এর আগে একবার হয়েছে। বুধবার বিকেলে আবার নরেন্দ্র মোদির বাসভবনে অমিত শাহ ও প্রধানমন্ত্রীর মধ্যে দীর্ঘ বৈঠক হয়। কিন্তু  চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত কারা হবেন, সেটা নিয়ে দলের অন্দরে চলছে জোরদার চর্চা। যদিও ছত্তিশগড়ে উপজাতি সম্প্রদায়ের কাউকেই মুখ্যমন্ত্রী করার সম্ভাবনা বেশি। সেই দৌড়ে রেণুকা সিং, বিষ্ণুদেব সাই, গোমতী সিং এবং অরুণ সাউয়ের নাম ঘুরছে। তিন রাজ্যের বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন ১২ জন এমপি। তাঁদের  মধ্যে জয়ী হওয়া ১০ জন বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ইস্তফা দিলেন সংসদ থেকে। অর্থাৎ তাঁরা বিধায়কই থাকবেন। তাঁদের মধ্যেই নরেন্দ্র সিং তোমার, রেণুকা সিং কিংবা প্রহ্লাদ সিং প্যাটেলের মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও রয়েছেন। সুতরাং শুধুই মুখ্যমন্ত্রী নয়, কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও এই স্বল্প সময়ের জন্য ক্ষুদ্র একটি রদবদল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষিমন্ত্রী ছিলেন তোমার। এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রক নির্ঘাৎ লোকসভা ভোটের আগে শূন্য রাখা হবে না। কাউকে দায়িত্ব দেওয়া হবে কিংবা অন্য মন্ত্রীর অতিরিক্ত দায়িত্বে আসবে। এই ১০ এমপির মধ্যেই মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা প্রবল। প্রচারে বলাও হয়েছে এমনটাই। 
বিজেপি সূত্রের খবর, যতটা সহজ মনে হয়েছিল, এখন জয়ের পর শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে তত অনায়াসে অগ্রাহ্য করে অবসরে পাঠানোর কাজটি মোদি ও শাহের কাছে সহজ নয়। আর সেই কারণে এই দফায় দফায় আলোচনা। কারণ আজ এই তিন রাজ্যে জয়ী হলেও, মাত্র কয়েকমাস পরই লোকসভা ভোট। সেই সময় তিন রাজ্যেই ক্ষমতাসীন বিজেপি সরকার। সুতরাং বিরোধীদের সরকার বিরোধী প্রচারের একটি সুবিধা থাকবে। আর সেই প্রচারে যদি শিবরাজ, বসুন্ধরা ও রামন সিং ও তাঁদের অনুগামীদের ইন্ধন থাকে গোপনে, তাহলে এই তিন রাজ্যের ভোটে বিরূপ প্রভাব পড়বে। পাশাপাশি এখনও আরএসএসের একটি শক্তিশালী অংশ চায় শিবরাজ সিং চৌহানকেই কুর্সিতে বসাতে। যাঁর মুখ্যমন্ত্রিত্বে এত বড় জয় এল, তাঁকে সরিয়ে দেওয়া হলে নেতিবাচক বার্তা যাবে।  আর এই সামগ্রিক চাপে যদি সত্যিই শেষ পর্যন্ত শিবরাজ ও বসুন্ধরাকেই বসাতে হয় গদিতে, তাহলে সেটা হবে মোদির পক্ষে যথেষ্ট ব্যাকফুটে যাওয়া। কারণ তিনি চাইছেন নতুন মুখ। আর এই তিনজনকে সন্তুষ্ট করতে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে। কিন্তু এই তিনজন অটল রাজ্য রাজনীতির ভরকেন্দ্র হতে। এরইমধ্যে জানা গিয়েছে, বসুন্ধরা কেন্দ্রীয় নেতৃত্বকে ফোনে বলেছেন-‘আমি পার্টির শৃঙ্খলা মেনে চলা কর্মী। কখনও যাইনি পার্টি লাইনের বাইরে। যাবও না।’ অর্থাৎ এভাবে চাপ বাড়িয়েছেন তিনি।
11Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা