দেশ

করনি নেতার খুনের প্রতিবাদে বন্‌ধ রাজস্থানে, সাসপেন্ড দুই পুলিসকর্মী

জয়পুর: রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার প্রধান সুখদেব সিং গোগামেদির খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল রাজস্থান। মঙ্গলবার নিজের বাড়িতেই আততায়ীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি। জানা গিয়েছে,  পাঞ্জাব পুলিস গত মার্চেই রাজস্থান প্রশাসনকে সুখদেবের উপর হামলার আশঙ্কার কথা জানিয়েছিল। অথচ তারপরও প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। অবশেষে পুলিসের গাফিলতির কথা একপ্রকার মেনে নিয়েই দুই পুলিসকর্মী— এসএইচও মণীশ গুপ্তা ও কনস্টেবল মহেশকে সাসপেন্ড করেছে প্রশাসন। পাশাপাশি, ঘটনার তদন্তে একটি সিট গঠন করা হয়েছে। সুখদেবের মৃত্যুতে বুধবার রাজস্থানজুড়ে বন্‌ধ পালন করছে সংগঠনের কর্মী-সমর্থকরা। এদিন বিক্ষোভের জেরে রাজস্থানের নানা জায়গায় অচলাবস্থা সৃষ্টি হয়।  ভিলওয়াড়ায় ট্রেন আটকে দেওয়া হয়। করনি সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভির ছেলে ভবানী সিং বলেন, সুখদেব নিজের নিরাপত্তা দাবি করেছিলেন। এমনকী প্রশাসনের তরফে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাবও পাঠানো হয়েছিল। কিন্তু শেষমেশ কেন তাহলে নিরাপত্তা দেওয়া হল না তা নিয়েই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই এই ঘটনায় রাজনৈতিক রং লেগেছে। সুখদেবের খুন নিয়ে বিজেপি বিধায়ক দিয়া কুমারী কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, ‘ করণি সেনার প্রধান প্রশাসনের কাছ থেকে নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস সরকার তা দিতে ব্যর্থ হয়।’ অন্যদিকে, কংগ্রেস নেতা প্রতাপ সিং কাছারিয়া বলেন, ‘সুখদেবের খুনিদের এনকাউন্টার করা উচিত।’
এদিকে সুখদেবকে খুনের এখনও পর্যন্ত সন্দেহভাজন তিনজনের নাম উঠে আসছে। তাঁদের মধ্যে দু’জনকে পুলিস চিহ্নিত করেছে। তদন্তকারীরা জানান, একজনের নাম রোহিত রাঠোর। সে মাকরানা নগরের বাসিন্দা। অপরজনের নাম হরিয়ানার মহেন্দ্রগড়ের বাসিন্দা নীতিন ফৌজি। 
তবে কী জন্য হত্যা করা হল করনি নেতাকে? জানা গিয়েছে, বিষ্ণোই গ্যাংয়ের কুখ্যাত অপরাধী সেন্ট্রাল জেলে বন্দি সম্পত নেহরাই এই খুনের মাস্টারমাইন্ড। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য রাজপুত নেতাকে হত্যার ছক কষা হয়েছিল। 
11Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা