দেশ

কাশ্মীরি পণ্ডিত, অধিকৃত অঞ্চলের উদ্বাস্তুদের জন্য বিধানসভায় সংরক্ষণ

নয়াদিল্লি (পিটিআই): কেটে গিয়েছে ন’বছর। ২০১৪ সালের পর আর বিধানসভা ভোট হয়নি জম্মু ও কাশ্মীরে। ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সঙ্গেই জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভাগ করে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে মোদি সরকার। জম্মু ও কাশ্মীরে দ্রুত বিধানসভা ভোটের দাবিতে সরব বিরোধীরা। এই অবস্থায় বুধবার লোকসভায় পাশ হল দু’টি গুরুত্বপূর্ণ বিল। এদিন সংসদের নিম্নকক্ষে পাশ হয়ে গেল জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল। আর এই দু’টি বিল নিয়ে বিতর্কের জবাব দিতে গিয়ে এদিন ফের অতীত খুঁড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সমালোচনায় সরব হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর ঠেস, নেহরুর জোড়া ভুলেই কাশ্মীরের বিশাল এলাকা পাকিস্তানের দখলে গিয়েছে। নেহরুর তড়িঘড়ি সংঘর্ষ বিরতি ঘোষণা ও কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রসঙ্ঘে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ‘সাংঘাতিক ভুল’ ছিল। শাহের এই মন্তব্যের প্রতিবাদে বিরোধীরা ওয়াক আউট করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন জানান, নয়া বিলে জম্মু অঞ্চলের আসন সংখ্যা ৩৭ থেকে বাড়িয়ে ৪৩ করার কথা বলা হয়েছে। কাশ্মীর অঞ্চলে ৪৬ থেকে বেড়ে আসন সংখ্যা হচ্ছে ৪৭টি। আর পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় সেখানকার জন্য ২৪টি আসন সংরক্ষিত থাকছে।
এদিন লোকসভায় পাশ হওয়া জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিলে উদ্বাস্তু কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের দু’জন (একজন মহিলা সহ) ও পাক অধিকৃত কাশ্মীর থেকে বিতাড়িতদের একজন প্রতিনিধিকে বিধানসভায় মনোনীত করার কথা বলা হয়েছে। আর জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিলে নিয়োগ ও অ্যাডমিশনে কোটার নিয়মে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব রয়েছে। গত দু’দিন ধরে ছ’ঘণ্টারও বেশি বিতর্ক চলার পর এদিন লোকসভায় এই দুই বিল পাশ হয়। বিতর্কের জবাব দিতে গিয়ে অমিত শাহ বলেন, ৭০ বছর ধরে বঞ্চিত থাকা জম্মু ও কাশ্মীরের মানুষ এই দু’টি বিলের মাধ্যমে সুবিচার পাবেন। বিধানসভায় ধ্বনিত হবে বিতাড়িত মানুষের কণ্ঠস্বর। কংগ্রেস ভোটব্যাঙ্কের রাজনীতি না করলে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা থেকে বিতাড়িত হতে হতো না। আর সেই সূত্রেই এদিন ফের নেহরুর নাম টেনে তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের প্রথম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘জোড়া ভুলে’র অভিযোগ এনে শাহ বলেন, নেহরু সেই সময় সঠিক পদক্ষেপ করলে আজ পাক অধিকৃত কাশ্মীর ভারতের কাছেই থাকত। তাঁর ওই সিদ্ধান্ত ছিল ‘ঐতিহাসিক ভুল’। নেহরুর তীব্র সমালোচনার পাশাপাশি এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা সম্পূর্ণ বন্ধ করতে গত তিন বছর ধরে সুনির্দিষ্ট পরিকল্পনায় এগনো হয়েছে। আমাদের আশা, ২০২৬ সালের মধ্যে উপত্যকায় হিংসার ঘটনা পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। 
11Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা