দেশ

ফের ছড়াল হিংসা, অগ্নিগর্ভ মণিপুরে গুলিতে নিহত ১৩

ইম্ফল: দিন দু’য়েক আগে ঢাকঢোল পিটিয়ে ইউএনএলএফের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করেছিল কেন্দ্র। প্রচার শুরু হয়েছিল, বিজেপি সরকারই পারে হিংসার অবসান ঘটাতে। কিন্তু তারপর কয়েক ঘণ্টা। সোমবার ফের রক্তক্ষয়ী সংঘর্ষে ঝরে গেল তরতাজা ১৩টি প্রাণ। মণিপুরে জাতি বিদ্বেষের যে আগুন কিছুটা স্তিমিত হয়েছিল, তা জ্বলে উঠল। আরও একবার। ফলে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে অবিশ্বাস্য জয় পেয়েও চরম অস্বস্তিতে মোদি সরকার। নতুন করে প্রাণহানির ঘটনায় বীরেন সিং সরকারের দিকে আঙুল তুলে দিল সব পক্ষই। 
এদিন বিকেলে আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে মায়ানমার সীমান্ত ঘেঁষা টেংনৌপাল জেলার লেইথু গ্রাম। জেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে সংঘর্ষের খবর পেয়ে পৌঁছে যায় নিরাপত্তা বাহিনী। গ্রাম থেকে উদ্ধার হয় ১৩ জনের গুলিবিদ্ধ দেহ। পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, লেইথু গ্রামে দু’টি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে। সেই সময়ই গুলি চলে। তবে দেহগুলির আশপাশে কোনও অস্ত্র উদ্ধার হয়নি। মৃতরা কেউ স্থানীয় বাসিন্দাও নন। তাঁরা অন্য জায়গা থেকে এসে পৃথক সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অনুমান। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। 
জাতি-হিংসায় উত্তপ্ত মণিপুরে ব্যতিক্রম ছিল টেংনৌপাল। এই জেলায় তেমন রক্তক্ষয়ী সংঘর্ষের রেকর্ড নেই। সম্প্রতি জেলার সাইবোলে অসম রাইফেলসের একটি টহলদারি গাড়ির উপর আইইডি হামলা হয়েছিল। দুই জওয়ান সামান্য জখম হয়েছিলেন। সোমবারের ঘটনার পর থেকে থমথমে লেইথু। আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। অশান্তি এড়াতে রাস্তায় টহল দিচ্ছে পুলিস ও নিরাপত্তা বাহিনী। 
মণিপুরে শান্তি ফেরাতে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে বরাবরই সরব বিরোধীরা। কিন্তু মুখে কুলুপ এঁটে রয়েছেন প্রধানমন্ত্রী। ছ’মাস হতে চলল, এখনও তাঁর যাওয়ার সময় হয়নি। সংসদের বাদল অধিবেশনে তাঁর বিবৃতি দাবি করে সরব হয়েছিল প্রতিটি বিরোধী দল। মিজোরামে ভোট প্রচারে গিয়ে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীও বলেছিলেন, ‘ইজরায়েলে কী হচ্ছে, তা নিয়েই বেশি ভাবিত আমাদের প্রধানমন্ত্রী। অথচ মণিপুর নিয়ে চিন্তা করার সময় নেই তাঁর। মণিপুরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বিজেপি। খণ্ড খণ্ড করে দেওয়া হয়েছে গোটা রাজ্যকে।’ 
মে মাস থেকে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসা অব্যাহত মণিপুরে। দু’পক্ষের সংঘর্ষে ১৮২ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৫০ হাজার মানুষ ঘরছাড়া। সাত মাস ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। সম্প্রতি হিংসার ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। মেইতেই এবং কুকি প্রভাবিত জেলাগুলি ছাড়া বাকি জেলায় শান্তি ফিরেছে বলে দাবি প্রশাসনের। সেইমতো গত রবিবারই ওই জেলাগুলির কয়েকটি এলাকা বাদ দিয়ে ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল মণিপুর সরকার। শনিবার কেন্দ্র এবং মণিপুর সরকারের সঙ্গে রাজ্যের সবথেকে পুরনো সশস্ত্র সংগঠন ইউএনএলএফ একটি শান্তি চুক্তি করে। তারপরও ঠেকানো গেল না রক্তক্ষয়ী সংঘর্ষ। 
11Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা