দেশ

৩৫ অসম্ভব, বাংলায় ২৫ ‘টার্গেট’ পূরণ করা নিয়েই সংশয়ে বিজেপি

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ৩৫ নয়। বরং ‘টার্গেট’ মেরেকেটে ২৫ ধরে চলছে বঙ্গ ব্রিগেড। তা নিয়েও রয়েছে চরম সংশয় দলের অন্দরে। রবিবারই প্রকাশিত হয়েছে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। তার মধ্যে তিনটিতে জয়ী হয়েছে বিজেপি। এদিকে সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তিন রাজ্যে জিতেই সংসদ ভবন চত্বরে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি কত আসন পেতে পারে, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। বঙ্গ বিজেপির সাংসদরা তো বটেই, অন্যান্য রাজ্যের দলীয় সাংসদদের আলোচনাতেও এদিন ঘুরে ফিরে এসেছে বাংলার প্রসঙ্গ। আর সেই প্রেক্ষিতেই নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপি সাংসদ তথা কয়েকজন হেভিয়েট নেতার সাফ বক্তব্য, লোকসভা ভোটের প্রস্তুতির শেষ কয়েক মাসে পশ্চিমবঙ্গে দল যতই সংগঠন শক্তিশালী করার চেষ্টা করুক না কেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লক্ষ্যমাত্রা মেনে ২০২৪ সালের ভোটে বাংলায় ৩৫টি আসনে জয়লাভ করা কার্যত অসম্ভব। 
বিজেপির ওই নেতাদের মধ্যেই একজন অতীতে বেশ কয়েক বছর বাংলার সংগঠন সামলেছেন। বঙ্গ বিজেপির সংগঠনকে হাতের তালুর মতো চেনেন। তাঁর কথায়, ‘লোকসভা নির্বাচনে বাংলায় ২৫টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা রেখে এগনো যেতে পারে।’ এর থেকেই প্রমাণিত যে, শাহ মুখে যাই বলুন না কেন, বাংলায় তা পূরণ করা সম্ভব হবে না বলে আগে থেকেই ধরে নিচ্ছে দলের একাংশ। 
তাই লক্ষ্যমাত্রা যাই থাকুক না কেন, লোকসভা ভোটে বাংলায় বিজেপি আদতে ক’টি আসনে জিতবে, এদিন সংসদ ভবন চত্বরের দিনভর গেরুয়া শিবিরের চর্চায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই প্রশ্নটিই। উত্তরবঙ্গের এক বিজেপি সাংসদ স্পষ্টই বললেন, ‘মালদহ দক্ষিণ কেন্দ্রে এবারেও সম্ভবত আমাদের জয়ের কোনও আশা নেই। উত্তরবঙ্গের বাকি লোকসভা আসনগুলিতে অবশ্য ফল ভালো হবে। গতবারের থেকে দুটো বেশি আসনে জয় পাব। এটা ধরেই এগনো হচ্ছে।’
তিন রাজ্য জিতে আত্মবিশ্বাসের শিখরে পৌঁঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারই ঘোষণা করে দিয়েছেন, ২০২৪ সালের ভোটেও জয়ের হ্যাটট্রিক হবে। সোমবার দিনভর সংসদ চত্বরে মোদি-স্তুতিতে গা ভাসিয়েছেন গেরুয়া শিবিরের এমপিরা। স্মৃতি ইরানি থেকে গজেন্দ্র সিং শেখাওয়াত অথবা দিল্লির মনোজ তিওয়ারি— ফের মোদি-ম্যাজিকের ধুয়ো তুলেছেন প্রত্যেকে। সোমবার সংসদ ভবনে আসতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ভেসে গিয়েছেন অভিনন্দন এবং শুভেচ্ছার জোয়ারে। দেখিয়েছেন ‘ভি’ চিহ্ন।
11Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা