দেশ

জোটে অনীহাতেই সফল মোদি ম্যাজিক?

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: ক্ষোভের আঁচ রবিবার বিকেল থেকেই মিলছে। নিশানায় কংগ্রেসই। বিরোধী সব দল যখন একজোট হয়ে ‘ইন্ডিয়া’ গঠন করল, তাহলে তার মর্যাদা দেওয়ার প্রয়োজন কেন কংগ্রেস বোধ করবে না? এই প্রশ্নই বিস্ফোরণ ঘটাচ্ছে শরিক দলগুলির মধ্যে। মুখ খুলছেন একের পর এক দলীয় সুপ্রিমো। প্রত্যেকেরই অনুযোগ এক—মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানেও ‘ইন্ডিয়া’র জোটপ্রার্থী হিসেবেই কংগ্রেসের লড়া উচিত ছিল। তাহলে দু’টি লাভ হতো। প্রথমত, জোট শরিকরা কংগ্রেসের যতটুকু ভোট কেটে নেওয়ায় বিজেপির সুবিধা হয়েছে, সেটা ইন্ডিয়ার পক্ষেই থাকত। অর্থাৎ, বিজেপির হার নিশ্চিত ছিল। এবং দ্বিতীয়ত, মানুষের মনেও ইতিবাচক প্রভাব পড়ত যে, বিরোধী দলগুলি লোকসভা ভোটের আগে থেকেই এককাট্টা। ফলে জোটে কংগ্রেসের অনীহাই আপাতত ব্যাকফুটে ঠেলে দিয়েছে কংগ্রেসকে। এর পাশাপাশি অবশ্য আরও একটি শব্দ তাড়িয়ে বেড়াচ্ছে বিরোধীদের—‘অবিশ্বাস্য’। মোদি ম্যাজিকে এই জয়? মানতে পারছে না প্রায় কোনও দলই। এখনও শোরগোল ওঠেনি। কিন্তু গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে। চার রাজ্যের ফলপ্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে শুধুই বিজেপির প্রতিপক্ষ নয়, বরং বন্ধু দলই প্রশ্ন তুলছে জয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে। বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী সোমবার প্রশ্ন তুলেছেন, বিজেপির এই একতরফা বিপুল জয় কি স্বাভাবিক? দীর্ঘ বিবৃতিতে তিনি বলেছেন, ‘একসঙ্গে সব রাজ্যেই এরকম জয় নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। মানুষের মধ্যে ধারণা ছিল, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু কোথাও কোনও বিরোধী পক্ষই লড়াই করতে পারল না! আর সব মহলই কি মানুষের মনের কথা বুঝতে ভুল করল? এরকম অবিশ্বাস্য ফল নিয়ে যদি প্রশ্ন ওঠে, আর সেই প্রশ্নের যথাযথ জবাব না পাওয়া যায়, তাহলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।’ 
এতদিন ধরে বিজেপির কোনওরকম বিরোধিতাই করেননি মায়াবতী। বরং সাহায্য করে এসেছেন। তাঁর দলকে বিজেপির বন্ধু হিসেবেই দেখা হয়। সেখানে হঠাৎ মায়াবতী এরকম অস্বস্তিকর প্রশ্ন তুলে বিজেপিকেও চমকে দিয়েছেন। একদিকে মায়াবতী, আবার অন্যদিকে ঘোর প্রতিপক্ষ শিবসেনা। উদ্ধব থ্যাকারের দলের মুখপাত্র সঞ্জয় রাউতও বলেছেন, ‘এই জয় ইভিএমের জয়। ইভিএমের এই জয়ের জন্য বিজেপিকে অনেক অভিনন্দন।’ তাঁর সাফ কথা, ‘ইভিএম নিয়ে যদি এত প্রশ্ন ওঠে, তাহলে বিজেপি সামান্য একটা সরল সিদ্ধান্ত নিচ্ছে না কেন? আগামী লোকসভা অথবা কোনও একটি বিধানসভা, ভোট হোক ব্যালট পেপারে। যদি বিজেপি একইরকম সাফল্য পায়, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে ইভিএম নিয়ে সন্দেহ অমূলক।’ অর্থাৎ সংশয় রয়েছে। আর তা বাড়ছে। মোদি ম্যাজিকের অনুঘটক নিয়ে। লোকসভা ভোটের আগে এটাই হয়তো বিরোধীদের মূল অস্ত্র।

মোট আসন
৪০, ২১
জেডপিএম ২৭
এমএনএফ ১০
বিজেপি ২
কংগ্রেস ১
11Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা