দেশ

ইন্দিরার প্রাক্তন দেহরক্ষীই নতুন মুখ্যমন্ত্রী, মিজোরামে পালাবদল, হেরে গেলেন জোরামথাঙ্গা

আইজল: মিজোরামে তিন দশকের রাজনৈতিক প্রথার অবসান। আর সেই প্রথা ভাঙার কারিগর জেডপিএম নেতা লালডুহোমাই হতে চলেছেন মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী। সেরচিপ কেন্দ্রে এমএনএফ প্রার্থী জে মালসমজুয়ালা ভাংচনকে ২ হাজার ৯৮২ ভোটে হারিয়ে দিয়েছেন তিনি। এবারের মিজোরাম বিধানসভা ভোটের ফলে সবচেয়ে বড় চমক মুখ্যমন্ত্রী তথা এমএনএফ প্রধান জোরামথাঙ্গার পরাজয়। আইজল ইস্ট ১ কেন্দ্রে দু’হাজারেরও বেশি ভোটে তিনি পরাজিত হয়েছেন। হেরেছেন উপ মুখ্যমন্ত্রী তথা এমএনএফ প্রার্থী তাওয়ানলুইয়াও। জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন  ফুটবলার জেজে লালপেখলুয়া। ইস্টবেঙ্গল ও মোহনবাগানে খেলা জেজে এবার জেডপিএম প্রার্থী হিসেবে তুইপুই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিদায়ী সরকারের স্বাস্থ্যমন্ত্রী তথা এমএনএফ প্রার্থী আর লালথাংলিয়ানাকে ১৩৫ ভোটে হারিয়েছেন জেডপিএম প্রার্থী জেজে।
তিন দশকের বেশি সময় ধরে মিজোরামের ক্ষমতা বদলাবদলি হয়েছে কংগ্রেস এবং এমএনএফের মধ্যে। কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হয়েছেন লাল থানহাওলা। আর এমএনএফের সময়ে কুর্সিতে বসেছেন জোরামথাঙ্গা। এবার ক্ষমতায় আসতে চলেছে ছয় দলের মঞ্চ জোরাম পিপল’স মুভমেন্ট (জেডপিএম)। ৪০ আসনের মিজো বিধানসভায় জেডপিএম একাই পেয়েছে ২৭টি আসন। শাসক দল মিজো ন্যাশনাল ফ্রন্টের আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০-এ। বিজেপি দু’টি এবং কংগ্রেস একটি করে আসনে জয় পেয়েছে। এবার বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মিজোরামে। এমএনএফ, জেডপিএম এবং কংগ্রেস ৪০টি আসনেই প্রার্থী দেয়। ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি। আম আদমি পার্টি এই প্রথমবার মিজোরামে প্রার্থী দেয়। চারটি আসনে লড়াই করে কেজরিওয়ালের দল। ছিলেন ১৭ জন নির্দল প্রার্থীও। 
জয়ের পরই রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন লালডুহোমা। ফল ঘোষণার সময় তিনি নিজের কেন্দ্র সেরচিপেই ছিলেন। সোমবার বিকালে তিনি আইজলের উদ্দেশে রওনা হন। নবনির্বাচিত বিধায়কদের নিয়ে তিনি বৈঠক ডেকেছেন বলে খবর। জেডপিএমের কার্যকরী সভাপতি কে সাপদাঙ্গা বলেন, ‘নবনির্বাচিত বিধায়ক এবং জোটের ডিশিসন মেকিং বডি ভাল উপা কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। মঙ্গলবার সেই বৈঠক হতে পারে। এরপর সরকার গড়ার আবেদন জানাব আমরা।’ 
বস্তুত ৭৩ বছরের লালডুহোমার রাজনৈতিক দর্শনই হল চলতি হাওয়ার বিরুদ্ধে লড়াই করা। প্রাক্তন এই আইপিএস আধিকারিক একসময় ইন্দিরা গান্ধীর নিরাপত্তার দায়িত্ব সামলেছেন। আবার সেই লালডুহোমার গায়েই রয়েছে কলঙ্কের দাগ। দলত্যাগ বিরোধী আইনে দেশের মধ্যে তিনিই প্রথম সাংসদ পদ খোয়ান। সেটা ১৯৮৮ সাল। আবার ২০২০ সালে মিজোরাম বিধানসভার সদস্যপদও হারাতে হয়েছিল তাঁকে। পরে ২০২১ সালে সেরচিপ কেন্দ্রের উপ নির্বাচনে জয়ী হয়ে তিনি বিধানসভায় ফিরে আসেন। 
11Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা