বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা

ঠাকুরের কথা

অনেকে বলেন, এই যে সেবাকার্য, সেবাশ্রম প্রভৃতি হচ্ছে, ঐসব শ্রীশ্রীঠাকুরের ভাব নয়। স্বামী বিবেকানন্দ বিলাত, আমেরিকা ঘুরে এসে এসব introduce করেছেন। এর সবকিছুই বিবেকানন্দ-মার্কা, শ্রীশ্রীঠাকুরের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এসব কথা কেউ বললে অখণ্ডানন্দজী বলতেন, “এ সবই ঠাকুরের। ঠাকুর যখন মথুরবাবুর সঙ্গে বৈদ্যনাথ ধামে যান, তখন সেখানে সাঁওতালদের শুধু কোপনি-পরা, বিবস্ত্র দেখে কাপড় বিলি করেছিলেন। মথুরবাবুর বস্তা বস্তা কাপড় কলকাতা থেকে আনিয়ে বিলি করেন—বহু কাপড় বিলি হয়েছিল। আবার, শ্রীশ্রীঠাকুর মথুরবাবুর জমিদারি কালনা অঞ্চলে যখন যান, তখন ওখানে দুর্ভিক্ষ দেখে মথুরবাবুকে দিয়ে চাল বিলি করান। শুধু আধ্যাত্মিকা ছাড়াও শ্রীশ্রীঠাকুর এইসব লোকহিতকর কাজও করেছিলেন। শ্রীশ্রীঠাকুরের লীলাকালে ক-জন লোক ওখানে গিয়েছিলেন, ক-জন লোক তাঁর আশ্রয় নিয়েছিল? এখন তো দেশ-বিদেশ থেকে কত সাদা-কালো লোক নিত্য দু-বেলা শ্রীশ্রীঠাকুরের আশ্রয়ে এসে পড়ছে। শ্রীশ্রীঠাকুর কুঠিবাড়ির ছাদ থেকে ডাকতেন, ‘ওরে, তোরা কে কোথায় আছিস, আয়।’ সেই ডাক অনন্ত কালের। সেই ডাক সেখানেই শেষ হয়ে যায়নি। আজও আকাশে বাতাসে তা ধ্বনিত হচ্ছে এবং যুগ যুগ ধরে তা ধ্বনিত হবে। অনেকে এসেছে, অনেকে আসছে, আরও অনেকে ভবিষ্যতে আসবে। শ্রীশ্রীঠাকুর এক বার কি দু-বার যা করে গিয়েছেন, তা বহুদিন বহুবার ধরে হবে। স্বামীজী বলে গিয়েছেন, ‘শ্রীশ্রীঠাকুরের ভাব আটশত বৎসর চলবে।’ সবে তো এই ক-বছর হয়েছে।” শ্রীশ্রীঠাকুরকে আমরা অবতারশ্রেষ্ঠ বলি। শাস্ত্রে আছে, অবতার জগতের ভার হরণ করেন—অবতার এলেই যুদ্ধবিগ্রহ হয়। শ্রীশ্রীঠাকুর এলেন, যুদ্ধবিগ্রহ কই, আগে মনে হতে পারত, তারপর এই world war জগৎ দেখলে। কথা উঠতে পারে, তাঁর শরীর থাকতে কই যুদ্ধ হলো? তা তো হবে না। কারণ তিনি যে পরমহংস ছিলেন। একখানা কাঠ মাটির ওপর দিয়ে টেনে নিয়ে গেলে, শ্রীশ্রীঠাকুর ব্যথা পেতেন—কারণ দূর্বাগুলি যে মুচড়ে যায়। মাঠে গোরুকে মারলে, গোরুর পিঠ ফোলা দেখলে, শ্রীশ্রীঠাকুরেরও পিঠ ফুলে উঠত। দুনিয়ার জন্য feel করা—শ্রীশ্রীঠাকুর যে শুধু মনে করতেন তা নয়, নিজের শরীরে পর্যন্ত তার অনুভব ফুটে উঠত। ধাতু গায়ে ঠেকালে শরীর বেঁকে যেত। এসব শুধু গুণকীর্তন নয়, বাস্তব, fact। শ্রীশ্রীঠাকুর পয়সা ছুঁতেন না, ছুঁলেই হাত বেঁকে যেত। তাঁর কাছে যারা থাকত তাদেরও সন্দেহ হয়েছে, সত্যই কি শ্রীশ্রীঠাকুরের শরীরে বিকৃতি হয়? কেউ তাঁর বিছানার তলায় চুপি চুপি পয়সা রেখে দিয়েছে। শ্রীশ্রীঠাকুর বিছানায় বসতে গিয়ে উঠে পড়েছেন, বসতে পারেননি। শ্রীশ্রীঠাকুর একদিন এক জায়গায় বেড়াতে গিয়েছেন, তাঁর বাহ্যে বেশি হতো বলে, তারা একটু আফিম দিয়েছে—আফিম খেলে পেট এঁটে যাবে। ফিরবার সময় শ্রীশ্রীঠাকুর আর পথ দেখতে পাচ্ছেন না। তখন শ্রীশ্রীঠাকুর ভাবলেন, এরকম হচ্ছে কেন? তখন দেখেন কাপড়ের কোণে আফিম বাঁধা। আফিম ফেলে দেন, তবে পথ দেখতে পান; তিনি পরমহংস, তাঁকে যে সঞ্চয় করতে নেই।
সরসীলাল সরকারের ‘অখণ্ডানন্দজীর স্মৃতি’ থেকে
7d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা