বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা

শ্রীকৃষ্ণ

শ্রীকৃষ্ণের প্রতি যাঁর হৃদয়ে ভাবের উদয় হয়েছে, এখানে শ্রীল রূপ গোস্বামী তাঁর লক্ষণগুলি বর্ণনা করেছেন। সেই লক্ষণগুলি হচ্ছে—১) তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের সেবার তাঁর সময়ের সদ্ব্যবহার করতে উৎকণ্ঠিত থাকেন। তিনি কখনও নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে চান না। তিনি সব সময়, দিনের মধ্যে চব্বিশ ঘণ্টা অবিচলিতভাবে ভগবানের সেবা করতে চান। ২) তিনি সর্বদাই গম্ভীর ও সহনশীল। ৩) তিনি সব সময়ে জাগতিক আকর্ষণের প্রতি অনাসক্ত। ৪) তিনি তাঁর কার্যকলাপের বিনিময়ে কোন রকম জাগতিক সম্মান আশা করেন না। ৫) তিনি সব সময় বিশ্বাস করেন যে, শ্রীকৃষ্ণ অবশ্যই তাঁকে কৃপা করবেন। ৬) তিনি সর্বদাই বিশ্বস্তভাবে ভগবানের সেবা করতে অত্যন্ত উৎসুক। ৭) তিনি সর্বদাই ভগবানের দিব্যনাম কীর্তনের প্রতি প্রবলভাবে আসক্ত। ৮) ভগবানে দিব্য গুণাবলীর বর্ণনা করতে তিনি সর্বদাই উৎকণ্ঠিত হয়ে থাকেন। ৯) মথুরা, বৃন্দাবন, দ্বারকা আদি ভগবানের লীলাস্থলীগুলিতে বাস করতে তিনি খুব ভালবাসেন।
সময়ের সদ্ব্যবহার
ভগবদ্ভাবনায় আবিষ্ট অনন্য ভক্ত তাঁর বাণী দিয়ে নিরন্তর ভগবানের প্রার্থনা করেন। তিনি তাঁর মন দিয়ে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন এবং তাঁর দেহ দিয়ে তিনি হয় ভগবানের শ্রীবিগ্রহকে প্রণাম করেন অথবা অন্য কোন সেবায় যুক্ত থাকেন। এই রকম ভাবময়ী কার্যকলাপের সময় কখনও কখনও তাঁর চোখ দিয়ে জল পড়ে। এইভাবে তাঁর সমস্ত জীবন ভগবানের সেবায় যুক্ত হয় এবং একটি মুহূর্তও তিনি অন্য কোন কার্যকলাপে নষ্ট করেন না।
সহিষ্ণুতা
নানা রকম গোলমালের মধ্যেও যখন কোন মানুষ অবিচলিত থাকেন, তখন তাঁকে বলা হয় গম্ভীর ও সহনশীল। এই সহনশীলতা ও গাম্ভীর্যের একটি দৃষ্টান্ত শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধে মহারাজ পরীক্ষিতের আচরণের মধ্যে পাওয়া যায়। তাঁর মৃত্যুর সময় সমবেত মুনি-ঋষিদের সম্বোধন করে মহারাজ পরীক্ষিৎ বললেন, “হে ব্রাহ্মণগণ, আপনাদের শরণাগত সেবকরূপে আপনারা আমাকে গ্রহণ করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে আমার হৃদয় ও আমার আত্মা অর্পণ করার জন্য আমি গঙ্গার তীরে এসেছি। আপনারা কৃপা করে আমাকে আশীর্বাদ করুন, যাতে মা গঙ্গাও আমার প্রতি প্রসন্না হন। আমার প্রতি ব্রাহ্মণ-বালকের অভিশাপ আমার উপর নেমে আসুক—তাতে আমি বিচলিত নই। আমার একমাত্র অনুরোধ হচ্ছে, আপনার আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে ভগবানের দিব্যনাম কীর্তন করুন, যাতে আমি তখন তাঁর অপ্রাকৃত গুণাবলী উপলব্ধি করতে পারি।”
মহারাজ পরীক্ষিতের এই আচরণ তাঁর জীবনের অন্তিম সময়েও ধীর ও প্রশান্তচিত্ত গাম্ভীর্যের একটি অপূর্ব সুন্দর দৃষ্টান্ত। যে ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি দিব্যভাবের উদয় হয়েছে, তাঁর মধ্যে এই সমস্ত গুণাবলী প্রকাশিত হয়।
শ্রীল রূপ গোস্বামী বিরচিত ‘ভক্তিরসামৃতসিন্ধু’ থেকে
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা