বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা

জ্ঞান

পার্বতীকে কহেন পরমেশ্বর—‘শোন দেবি, জীব উদ্ধারের জন্য তোমারে দিয়েছিলাম আত্মকর্মের কত উপদেশ। তুমি রজঃগুণে হয়ে প্রতিষ্ঠা বিশুদ্ধগুণ কেমনে ভুলিলে? তাইতো আজ অবোধ সন্তানদের দুরাবস্থা। শীঘ্র করি নিয়ে এসো আমার যতেক চাষের সরঞ্জাম।’ সবার নিকট দেবী তখন শুনাইল পরমেশ্বরের এ বারতা। ভগবান যম, সঙ্কর্ষণ বাসুদেব, শ্রীকৃষ্ণ ভগবান—দেবী মুখে এ বারতা শুনি হলেন চিন্তিত। কহিলেন, “শোন শোন আদ্যাশক্তি মহামায়া, আমাদের নিকট পাঠিয়ে দাও পরমেশ্বরকে। অনেক কিছুই তো আছে মোদের কাছে। কিন্তু কোন্‌ ক্ষেত্রে কি অস্ত্রে হইবে কর্ষিত একমাত্র জানেন তা জ্ঞানবৃদ্ধ ‘ঈশ’। তিনি এসে ল’য়ে যান সাজ সরঞ্জাম।”
জীবন দুঃখে দুঃখী পিতা দয়াময় শিবম সর্বকর্ম ত্যাজি প্রথমেই ভগবান যমের নিকট করিলেন গমন। কহিলেন, “দাও দাও ধর্মরাজ। জীব ক্ষেত্র কর্ষণের লাগি তোমার বাহন মহিষেরে।” ইহা শুনি ভগবান যম উৎফুল্ল চিত্তে শিব হস্তে মহিষেরে করিলেন অর্পণ। মহিষ নিয়ে মহেশ চললেন সংকর্ষণ বাসুদেবের কাছে। তাঁরে দেখি সংকর্ষণ বাসুদেব শুধালেন মধুর বচনে, ‘কোন্‌ দ্রব্য দিব প্রভু বলো গো তোমারে! শুনেছি সকল বারতা তোমারই শক্তির কাছে। ওহে আত্মার আত্মা, তুমি তো হও সর্ব মঙ্গলময়। অমঙ্গলের বারতা শুনি, আজি দেব হয়েছ চঞ্চল।’ কহেন মহেশ, “দাও দেব ত্বরা করি তোমার ঐ কর্ষণ শক্তি (হল)।” সঙ্কর্ষণ বাসুদেব বলরাম অর্পণ করলেন ‘হল’ মহেশের হস্তে। মহিষ ও হল নিয়ে মহেশ্বর চললেন বিবেক আত্মা ভগবান শ্রীকৃষ্ণের নিকট। বিবেক আত্মা মহেশ্বরে দেখে হলেন চঞ্চল। কহেন, “ওগো দেব, একি তব বেশ? সর্বকর্ম ত্যাজি জীব দ্বারে দ্বারে ভ্রমণ করছো ঈশ। ধন্য তুমি, ধন্য তোমার নিষ্কাম কর্ম। ধন্য হে রাজন, তব দীন ভিখারী বেশ। হে দেবাদিদেব, তোমার কর্ম দেখি বিস্মৃত, মুহ্যমান আমি। কহ কহ দেব, কি দিলে হবে জীব মুক্ত, তাই দিব গো তোমারে।” ইহা শুনি পরমাত্মা কহেন পরব্রহ্ম শ্রীকৃষ্ণে—“ধন্য তুমি বিবেকাত্মা সর্বজীবের চৈতন্যস্বরূপ, ধন্য তোমার লীলা। তোমারই সাধনে হয়েছি আমি সর্বত্যাগী ত্যাগীশ্বর। তোমারই ধ্যানে মগ্ন থেকে পঞ্চমুখে গাহি অহর্নিশি রামনাম গান। হে চতুর চূড়ামণি কি দিবে আমারে, ইহাও কহিতে হবে তোমার সকাশে? দাও দেব, দাও তোমার বিবেক মুরলী। উহা দিয়ে আনিব জীবের চেতন। পরম করুণাময় কারুণিক তুমি। তোমার করুণায় জীবের মোহ হবে নাশ, জীব হবে মুক্ত।” এরপর স্মরণে এলো সর্বসিদ্ধিদাতা শ্রীগণেশেরে। মহেশ্বর হাজির হলেন গণেশ সমীপে। মহেশেরে দেখি কহেন সিদ্ধিদাতা—“কহ কহ দেব, কি হেতু আগমন তব এ দীন সকাশে! 
আচার্য জ্ঞানেশ্বর দেব প্রণীত ‘জ্ঞানেশ্বরোপনিষদ্‌’ (২য় খণ্ড) থেকে
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা