বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অমৃতকথা

শ্রীল শুকদেব

শ্রীমদ্ভাগবতে শ্রীল শুকদেব গোস্বামী যখন মুমূর্ষু মহারাজ পরীক্ষিৎকে তাঁর কর্তব্য সম্বন্ধে উপদেশ দিচ্ছিলেন, তখনও এই বৈধীভক্তির তত্ত্ব বর্ণিত হয়েছে। মহারাজ পরীক্ষিৎ তাঁর মৃত্যুর ঠিক এক সপ্তাহ পূর্বে শ্রীল শুকদেব গোস্বামীর দর্শন লাভ করেন। তখন মহারাজ পরীক্ষিৎ  মৃত্যুর পূর্বে কি করা কর্তব্য সেই বিষয়ে চিন্তিত ছিলেন। সেই সময় অনেক মুনি-ঋষি সেখানে সমবেত হয়েছিলেন, কিন্তু তাঁরা কেউই তাঁকে উপযুক্ত উপদেশ দিতে পারেননি। শ্রীল শুকদেব গোস্বামী এসে তাঁকে নির্দেশ দিলেন, “হে রাজন! যদি আপনি নির্ভয়ে মৃত্যুর সম্মুখীন হতে চান, তা হলে এখনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ, গুণ কীর্তন এবং লীলা স্মরণ করতে শুরু করুন।” কেউ যদি ভগবানের দিব্য নাম সমন্বিত ‘হরেকৃষ্ণ মহামন্ত্র’ শ্রবণ ও কীর্তন করতে শুরু করেন এবং সর্বদাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন, তা হলে তাঁর আর মৃত্যুভয় থাকে না।
শ্রীল শুকদেব গোস্বামী বলেছেন যে, পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই তিনি মহারাজ পরীক্ষিৎকে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করার পরামর্শ দিয়েছিলেন। তিনি বিভিন্ন দেব-দেবীর কথা শ্রবণ বা কীর্তন করার নির্দেশ দেননি। মায়াবাদীরা (নির্বিশেষবাদীরা) বলে যে, যে কোন দেব-দেবীর নাম কীর্তন করা যেতে পারে এবং তার ফল একই হবে। কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। শ্রীমদ্ভাগবতের প্রামাণিক নির্দেশ হচ্ছে, কেবল পরমেশ্বর ভগবান বিষ্ণু বা কৃষ্ণেরই নাম শ্রবণ ও কীর্তন করা কর্তব্য।
তাই শুকদেব গোস্বামী পরীক্ষিৎ মহারাজকে নির্দেশ দিয়েছেন, নির্ভয়ে মৃত্যুকে বরণ করতে হলে, যে কোন উপায়ে হোক, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ, তাঁর গুণ কীর্তন এবং তাঁর লীলা স্মরণ করতে হবে। তিনি উল্লেখ করেছেন যে, পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বাত্মা। সর্বাত্মা কথাটির অর্থ হচ্ছে ‘সকলের পরম আত্মা।’ শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলেও বর্ণনা করা হয়েছে। অর্থাৎ, তিনি হচ্ছেন সেই পরম নিয়ন্তা, যিনি সকলের হৃদয়ে বিরাজ করে সকলকে পরিচালিত করছেন। তাই, আমরা যদি কোনমতে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হতে পারি, তা হলে তিনি আমাদের সমস্ত ভয় থেকে মুক্ত করবেন। ভগবদ্‌গীতায় বলা হয়েছে যে, ভগবানের ভক্তের কখনও বিনাশ হয় না—ন মে ভক্তঃ প্রণশ্যতি। অন্যদের কিন্তু অবশ্যই বিনাশ হয়। বিনাশ হয় অর্থাৎ এই মনুষ্য-শরীর পাওয়া সত্ত্বেও মানুষ যদি জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা না করে, তা হলে সে সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলে। এই ধরনের মানুষেরা জানে না যে, প্রকৃতির নিয়মে তারা কোথায় প্রক্ষিপ্ত হচ্ছে।
শ্রীল রূপ গোস্বামী বিরচিত ‘ভক্তিরসামৃতসিন্ধু’ থেকে
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা