শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ
বি এসসি নার্সিং (ব্যাচেলর অব নার্সিং), বিপিটি ( ব্যাচেলর অব ফিজিওথেরাপি), বিএএসএলপি (ব্যাচেলর অব অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি), বিএমএলটি (মেডিক্যাল ল্যাবরেটরি টিকনিসিয়ন), বিএসসিসিসিটি (ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি), বিএসসিওটিটি (অপারেশন থিয়েটর টেকনোলজি), বিএসসিপিটি (পারফিউশন টেকনোলজি) এবং বিএসসিপিএ (ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট) বিষয়গুলিতে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষার আহ্বান করা হচ্ছে। পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে ৩০ জুন ২০১৯। আবেদন করা যাবে ৫ মার্চ থেকে ২৬ মার্চ ২০১৯। আবেদন করা যাবে অনলাইনে।
পরীক্ষা সংক্রান্ত বিশদে জানতে হলে যোগাযোগ করা যেতে পারে—
কন্ট্রোলার অব এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড, একিউ – ১৩/১, সেক্টর –ফাইভ, সল্টলেকসিটি, কলকাতা -৯১
ওয়েবসাইট – www.wbjeeb.in
জেইসিএ–২০১৯
মাস্টার অব কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভর্তির জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করেছে। পরীক্ষা নেওয়া হবে ১৩ জুলাই ২০১৯ তারিখে। অনলাইনে আবেদন করা যাবে ২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল ২০১৯ পর্যন্ত।
পরীক্ষা সংক্রান্ত বিশদে জানতে হলে যোগাযোগ করা যেতে পারে-
কন্ট্রোলার অব এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড, একিউ – ১৩/১, সেক্টর –ফাইভ, সল্টলেকসিটি, কলকাতা -৯১
ওয়েবসাইট – www.wbjeeb.in
জেইএলইটি ২০১৯
ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির চার বছরের ব্যাচেলর ডিগ্রির দ্বিতীয় বছরে ল্যাটারাল এন্ট্রির জন্য এ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই প্রবেশিকা পরীক্ষার আহ্বান করেছে। আবেদ করতে হবে অনলাইনে। পরীক্ষা নেওয়া হবে ১৪ জুলাই ২০১৯ তারিখে। অনলাইনে আবেদন করা যাবে ২৬ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত।
পরীক্ষা সংক্রান্ত বিশদে জানতে হলে যোগাযোগ করা যেতে পারে-
কন্ট্রোলার অব এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড, একিউ – ১৩/১, সেক্টর –ফাইভ, সল্টলেকসিটি, কলকাতা -৯১
ওয়েবসাইট – www.wbjeeb.in
ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট
ভারত সরকারের মিনিস্ট্রি অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্তর্গত ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। প্রবেশিকা পরীক্ষা অল ইন্ডিয়া সিলেকশন টেস্ট – ২০১৯ এর মাধ্যমে ভর্তি নেওয়া হবে। অনলাইনে আবেদন করার শেষ দিন ২২ এপ্রিল ২০১৯।
কোর্সগুলির মধ্যে স্নাতক স্তরে রয়েছে – ১) চার বছরের ব্যাচেলর অব ডিজাইন (বি ডিইএস) - ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড প্রোডাকশন, লেদার গুডস অ্যান্ড অ্যাক্সেসরিজ ডিজাইন এবং ফ্যাশন ডিজাইন।
২) তিন বছরের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন – রিটেল অ্যান্ড ফ্যাশন মার্চেন্ডাইস
কোর্সদুটির জন্য যোগ্যতা – যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে। বয়স ২৫ জুন ২০১৯ তারিখে ২৫ বছরের মধ্যে হতে হবে।
স্নাতকোত্তর স্তরের কোর্সের মধ্যে রয়েছে – মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন - রিটেল অ্যান্ড ফ্যাশন মার্চেন্ডাইস
যোগ্যতা – যে কোনও শাখায় স্নাতক হতে হবে। বয়সের কোনও সীমা নেই।
বিশদে জানতে দেখে নেওয়া যায়- www.fddiindia.com