শিক্ষার জন্য দূরে কোথাও যেতে পারেন। প্রেম-প্রণয়ে নতুন যোগাযোগ হবে। বিবাহের কথাবার্তাও পাকা হতে পারে। ... বিশদ
জেক্সপো এবং ভিওসিএলইটি নেওয়া হবে ২৮ এপ্রিল ২০১৯। ওএমআর (OMR) আবেদনপত্র এবং তথ্যসূচি পাওয়া যাবে গভর্নমেন্ট স্পনসরড এবং সেলফ ফাইন্যান্সড পলিটেকনিকগুলি থেকে ৬ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ ৬ মার্চ ২০১৯। আবেদনপত্র জমা দিতে হবে পলিটেকনিকগুলিতে। যাঁরা ওএমআর-এ আবেদন করবেন তাঁদের জন্য ৫০০ টাকা লাগবে। কন্যাশ্রী প্রকল্পের আওতায় থাকলে ২৫০ টাকা লাগবে। যাঁরা অনলাইনে আবেদন করবেন তাঁদের জন্য ৪৫০ টাকা লাগবে। কন্যাশ্রী প্রকল্পের আওতায় থাকলে ২২৫ টাকা লাগবে। অনলাইন আবেদন ৬ মার্চ ২০১৯ পর্যন্ত করা যাবে। অনলাইন আবেদন করা যাবে কাউন্সিলের ওয়েবসাইট থেকে। অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৩ এপ্রিল নাগাদ। পরীক্ষার ফল বের হবে ৩ জুন ২০১৯ নাগাদ।
মাধ্যমিক পাশ করে জেক্সপো দেওয়া যায়। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর স্বীকৃত ১০+২ স্তরে ভোকেশনাল বিষয়ে উত্তীর্ণ হলে ভিওসিএলইটি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যায় এই ঠিকানায়-
ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, (টেকনিক্যাল এডুকেশন ডিভিশন), (প্রাক্তন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন), কারিগরি ভবন, পঞ্চম তল, প্লট নম্বর বি/৭, অ্যাকশন এরিয়া – ৩, নিউটাউন, রাজারহাট, কলকাতা – ৭০০ ১৬০
www.webscte.co.in.