অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
‘খাদান’ ছবিতে দেবের চরিত্রের নাম ‘শ্যাম মাহাতো’। অন্যদিকে রয়েছে যীশু সেনগুপ্ত। তাঁর চরিত্রের নাম ‘মোহন’। ট্রেলারের শুরুতেই দেখা যায় বিস্তীর্ণ কয়লাখনির এলাকা। সেখানেই একটি ট্রেন লাইনের উপর দিয়ে বাইক চালাচ্ছেন দেব। পিছনে রয়েছেন যীশু। আবহে এক শিশুর কণ্ঠস্বর, “মা একটা রাজার গল্প বলো না...”। উত্তরে এক নহিলা বললেন “লাল রাজা আর নীল রাজা, আইনের চোখে মাফিয়া, আর মানুষের মনে মাসিহা।” তারপরই শুরু হয়ে যায় দেবের অ্যাকশন। অ্যাকশনের পাশাপাশি বিশেষ নজর কেড়েছে ছবির সংলাপ। “যা যা বলে দে, তোর বাপ এসেছে” কিংবা “ক্ষুদার্ধ বাঘ আর শ্যাম মাহাতোর রাগ-এই দুইয়ের সামনে আসতে নাই।” অন্যদিকে, ট্রেলারের ঝলকে দেখা মিলল ‘শ্যাম’ এবং ‘মোহন’-এর বন্ধুত্বেরও। ছবিতে আলাদা করে রোম্যান্টিক ট্র্যাক থাকবে, তার আভাসও মিলল ট্রেলারে। সব মিলিয়ে সিনেমা প্রেমীদের মনে যে বিশেষ জায়গা করে নিয়েছে আড়াই মিনিটের ট্রেলারটি, তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী শুক্রবার হল কাঁপাতে আসছে ‘খাদান’।