অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
নেতাজিপল্লি এলাকায় ৬০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। তাদের মধ্যেই একটি ঘরে মমতা সরকার এবং তাঁর মেয়ে পিকু সরকার থাকেন। সেখানেই মঙ্গলবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে হামলা চালায়। ভেঙে দেওয়া হয় তাঁদের ঘরের টালির চাল। এমনকী, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের ওই ঘর ছেড়ে দেওয়ার জন্য হুমকি পর্যন্ত দেওয়া হয়।
ইতিমধ্যে নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই পরিবার। পিকু সরকার জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তাঁদের জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। পিছনে রয়েছে প্রোমোটারি চক্র। আমরা কোথায় যাব? ১৫-১৬ জনের দল হামলা চালিয়েছে। নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
তবে উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ জানান, এক্ষেত্রে আইন আইনের পথে ব্যবস্থা নেবে। তৃণমূল এই ঘটনাকে প্রশ্রয় দেয় না। প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, পুলিসের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হান্নান এই তাণ্ডব চালিয়েছে। হান্নান একাধিকবার ওই এলাকায় এমন কাণ্ড ঘটিয়েছে বলে তাঁর অভিযোগ। তবুও নিশ্চুপ পুলিস। এদিকে, হান্নান পলাতক বলে জানিয়েছে পুলিস। - নিজস্ব চিত্র