অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
এদিকে দোভালের সঙ্গে বৈঠকের আগে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, নয়াদিল্লির সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী বেজিং। আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং বকেয়া সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কাজ করবে দুই দেশ।
চীনের সঙ্গে ভারতের ৩ হাজার ৪৮৮ কিলোমিটার বিস্তৃত সীমান্ত রয়েছে। মূলত সীমান্ত সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে ইতিমধ্যে ২২বার এসআর পর্যায়ের বৈঠক হয়েছে। ২০১৯ সালে শেষবার ওই বৈঠক হয়েছিল দিল্লিতে। ২০২০ সালে পূর্ব লাদাখের গলওয়ানে দুই দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ের পর ওই বৈঠক বন্ধ হয়ে যায়।