অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে প্রিয়াঙ্কাকে নিশানা করে যোগী বলেন, ‘আমাদের রাজ্যের যুবকরা ইজরায়েলে নিরাপদে রয়েছেন। সেখানে বিনামূল্যে থাকা-খাওয়ার পাশাপাশি মাসে বিপুল পরিমাণ বেতন পাচ্ছেন তাঁরা। বিরোধীরা বোধহয় একটা কথা ভুলে গিয়েছেন। রাজ্যে থাকলে এই যুবকরাই খুব বেশি হলে ২০-৩০ হাজার টাকা উপার্জন করতে পারতেন। তাই এর মধ্য দিয়ে কর্মসংস্থানের পাশপাশি রাজ্যেরও উন্নয়ন হচ্ছে।’ একজন মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। এনিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, এটি কোনও কৃতিত্ব নয়, লজ্জার বিষয়। রাজ্যে কর্মসংস্থান নেই। সেজন্য যুবকদের যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁদের প্রাণের ঝুঁকির কথা, পরিবারের কথা কিছুই ভাবা হচ্ছে না। আসলে মুখ্যমন্ত্রী রাজ্যের বেকারত্ব সম্পর্কে অবহিত নন। ইজরায়েলে কর্মরত যুবকরা প্রাণ বাঁচাতে বাঙ্কারের মধ্যে লুকিয়ে থাকে। ওখানকার সংস্থাগুলি ক্রমে তাঁদের শোষণ করে চলেছে। এর থেকে আর খারাপ কিছু হতে পারে না। একইভাবে আক্রমণ শানিয়েছেন মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর কথায় এটি আসলে বিজেপি সরকারের ব্যর্থতাকেই তুলে ধরে।