অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, নিগমের কাছে নতুন নয়টি রকেট বাস এসেছে। এই বাসগুলিকে খুব শীঘ্রই আমরা চালু করব। যে যে ডিপোগুলিতে এই রকেট বাসগুলি পাঠানো হবে সেই সমস্ত জায়গা থেকেই এর রুট ঠিক করে দেওয়া হবে।
নিগম সূত্রে জানা গিয়েছে, এক একটি বাসের দাম প্রায় ৪২ লক্ষ টাকা। নিগমের হাতে বর্তমানে যে পরিমাণ বাস রয়েছে, তা পর্যাপ্ত নয়। বহু বাস পুরনো হয়ে গিয়েছে। সেগুলিকে সারাই করে চালাতে হয়। দূরপাল্লার বাস চালাতে গেলে গাড়ির যান্ত্রিক অবস্থা ভালো থাকাটা জরুরি। দূরপাল্লার বাস চালালে তাতে যাত্রী যেমন ভালো পাওয়া যায়, তেমনি আর্থিক ভাবেও নিগমের লাভ হয়। সেই কারণে দীর্ঘদিন ধরেই নিগম কিছু বাস চাইছিল। সেই মতো মোট ১২টি রকেট বাস নিগমের হাতে আসে। তার মধ্যে আগেই দু’টি এসি ও একটি নন এসি বাস এসেছিল। সেগুলিকে চালু করা হয়েছে। এবার এই নয়টি বাস উদ্বোধন করা হবে। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী সপ্তাহের শুরুর দিকেই এই উদ্বোধন হতে পারে বলে নিগম সূত্রে জানা গিয়েছে। এই বাসগুলি চালু হলে আগামীদিনে উত্তরবঙ্গে দূরপাল্লার যাতায়াত আরও কিছুটা সহজ হবে বলে মনে করা হচ্ছে। - নিজস্ব চিত্র।