অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
সম্প্রতি ইম্ফল পূর্ব জেলার কেইরাও খুনাও এলাকা থেকে অস্ত্রসস্ত্র, বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে ইন্টারনেট সংযোগের বেশ কিছু সরঞ্জাম। তার একটিতে স্টারলিঙ্কের লোগো রয়েছে। ভারতীয় সেনার স্পেয়ার কোর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। তারপরই এক নেটিজেন এক্স হ্যান্ডলে লেখেন, ‘জঙ্গিরা স্টারলিঙ্ক ব্যবহার করছে। আশা করি, এলন মাস্ক বিষয়টি খতিয়ে দেখবেন। এবং প্রযুক্তির অপব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’ পাল্টা টুইট করে সেই দাবি নস্যাৎ করে দেন টেসলা কর্তা।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে একটি ইন্টারনেট স্যাটেলাইট অ্যান্টেনা, রাউটার, ও আনুমানিক ২০ মিটারের মতো তার রয়েছে। এরমধ্যে একটি স্টারলিঙ্কের ব্যবহৃত যন্ত্রের মতো হওয়ায় তৎপর হয়ে ওঠে একাধিক এজেন্সি। কীভাবে ওই সরঞ্জাম হিংসাদীর্ণ ইম্ফলে পৌঁছল,তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।