অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে। ... বিশদ
লোকসভায় বিল পেশের সময় যেভাবে বিরোধীরা একজোট হয়ে বিরোধিতা করে। একইভাবে সংসদীয় কমিটিতেও এই বিল আটকানোর প্রবল চেষ্টা করবে তারা। বৃহস্পতিবার আসাদউদ্দিন ওয়েসি বলেন, সরকার কোনওভাবেই বিল পাশ করাতে পারবে না। হুইপ দিয়েও বিল পাশের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ ভোট কোথা থেকে যোগাড় করবেন মোদি? সভায় যদি ৫৪২ জন সাংসদই (স্পিকার সাধারণত ভোট দেন না। ড্র হলে মত দেন) হাজির থাকেন, তাহলে বিলের পক্ষে ভোট পড়তে হবে ৩৬২। বিজেপির কাছে কি ওই সংখ্যা আছে? ফলে, এটি স্রেফ বিরোধীদের শঙ্কিত করার বৃথা চেষ্টা। কংগ্রেসের মানিক্কম টেগর বলেন, মঙ্গলবারই তো মোদিজির শক্তি ফেল করেছে। বিল পেশেই দেখা গিয়েছে সংখ্যা নেই। বিরোধীরা ১৯৮। আর সরকার পক্ষে ২৬৩। খোদ প্রধানমন্ত্রীই তো দলের হুইপ অমান্য করেছেন। আর এতেই প্রশ্ন উঠেছে, এই বিল নিয়ে আদৌ সিরিয়াস তো বিজেপি?