সাংগঠনিক কর্মে বড় সাফল্য পেতে পারেন। উপস্থিত বুদ্ধি আর সাহসের জোরে কার্যোদ্ধার। বিদ্যায় সাফল্য। ... বিশদ
পর্দায় হোমি ভাভা হয়ে ওঠার প্রসঙ্গে জিম বলেন, ‘সিরিজে বেশ কিছু জটিল সংলাপ আছে, সেগুলো আমাকে সহজভাবে বলা শিখতে হয়েছে। আর এমন এক চরিত্রে অভিনয় করেছি যা আমার থেকে স্মার্ট। বিজ্ঞানের বেশ কিছু কঠিন শব্দ শিখেছি। তবে এমন ভাবে চরিত্রটা মেলে ধরতে হয়েছে যাতে কখনও যেন মনে হয় না আমি বিজ্ঞানের ক্লাস নিচ্ছি।’ ‘রকেট বয়েজ’-এর মতো সিরিজের সঙ্গে যুক্ত হতে পেরে জিম নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন। ‘এই সিরিজে কাজ করার পর মনে হয়েছে আমি দেশকে কিছু ফিরিয়ে দিতে পেরেছি। বুঝেছি লক্ষ্যে স্থির থাকলে অবশ্যই সাফল্য পাওয়া যায়’, বললেন তিনি।
ওটিটি আসার পর সিনেমার হাল বেহাল, এই বিতর্কে জিম বলেন, ‘এ নিয়ে আমি চিন্তিত নই। সময়ের সঙ্গে মাধ্যম বদলাবে, আর সেটাই কাম্য। আমি এতে অত্যন্ত খুশি। আমি নিজে ওটিটির পাশাপাশি টেলিভিশন শো-র ভক্ত। প্রিয় শো-গুলো দেখার জন্য ছোটবেলায় শনি আর রবিবারের অপেক্ষায় থাকতাম। এখনও টিভিতে চোখ রাখি।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই