সাংগঠনিক কর্মে বড় সাফল্য পেতে পারেন। উপস্থিত বুদ্ধি আর সাহসের জোরে কার্যোদ্ধার। বিদ্যায় সাফল্য। ... বিশদ
গল্প সোজা। রোহন অরোরা (রণবীর কপুর) এবং নিশা মালহোত্রা (শ্রদ্ধা কপুর) দুজনেই দিল্লির ধনী পরিবারের সন্তান। ছুটি কাটাতে স্পেনে পৌঁছে প্রথম দেখায় প্রেম। দু’জনেই জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া সব বিষয়েই কথা বলেন। এই আধুনিক প্রেমের গল্পেও অনেক সমস্যা রয়েছে। সেকেলে প্রেমের জটিলতা নেই। নতুন যুগের প্রেম। তাই বিভ্রান্তি ও সমস্যাগুলোও নতুন। নায়ক-নায়িকার ছবি জুড়ে বহু নাম। দর্শক হিসেবে কোন নামে তাদের ডাকবেন, তা নিয়ে ধন্দ তৈরি হতে পারে। ছবিতে দারুণ ক্যামিও করেছেন কার্তিক আরিয়ান। যা এই গল্পের বুস্টার বলতে পারেন।
দ্বিতীয়ার্ধে গতি বাড়ে এবং ছবিটি একটি পারিবারিক বিনোদনে পরিণত হয়। নতুন যুগের ডেটিং এবং এই আধুনিক প্রেমের বিপদের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন পরিচালক। সাম্প্রতিক অতীতে, এমন কোনও চলচ্চিত্রের কথা মনে পড়ছে না যেখানে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ সম্পূর্ণ আলাদা। বিরতির পর ছবিটি সুরজ বরজাতিয়া এবং করণ জোহরের একটি ককটেল মনে হতে পারে। তবে প্রথমার্ধে সুন্দর সমুদ্র সৈকত, নায়ক-নায়িকার কেমিস্ট্রি চোখের আরাম দেয়। কিছু গান আপনাকে নাচতে বাধ্য করবে। কিন্তু, এটা মাঝেমধ্যে এতটাই লক্ষ্যহীন মনে হয়, আমরা জানি না ছবির চরিত্রগুলো কী চায়! দর্শক হিসাবে যা দেখানো এবং ব্যাখ্যা করা হয়নি তা দেখার এবং বোঝার চেষ্টা করি। প্রাপ্তি বলতে শেষ ২০ মিনিট।