সাংগঠনিক কর্মে বড় সাফল্য পেতে পারেন। উপস্থিত বুদ্ধি আর সাহসের জোরে কার্যোদ্ধার। বিদ্যায় সাফল্য। ... বিশদ
দীর্ঘ কেরিয়ারে অঞ্জন দত্ত বহু ছবিতে অভিনয় করেছেন, করেছেন একাধিক পরিচালনাও। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘রিভলভার রহস্য’। সে ছবির ব্যবসায়িক দিক নিয়ে খানিকটা ক্ষোভ প্রকাশ করে পরিচালক বললেন, ‘আমরা যে ধরনের সিনেমা বানাই তার কোনওটাই হই হই রই রই করে দেখার জন্য নয়। এখানকার দর্শকও তেমন নন। তাঁরা ধীরেসুস্থে ছবি দেখতে ভালোবাসেন। আসলে এখানকার দর্শক রহস্য গল্প দেখতে ভালবাসেন। তাই কারও ইচ্ছে থাকুক বা না থাকুক সকলেই ডিটেকটিভ ছবি বানায়। যদি কিছু রিটার্ন আসে সেই আশায়। কিন্তু তারপরও প্রথম সপ্তাহে ছবি না চললে হিন্দি ছবির চাপে সেটাকে নামিয়ে দেওয়া হয়। বাংলা ছবিকে চলার সময় দেওয়া হচ্ছে না।’
এই পরিস্থিতির বদল প্রয়োজন বলে মনে করেন অঞ্জন। তাঁর কথায়, ‘আমি তো কোনওদিনই হিন্দি ছবির মতো বাংলা ছবি বানাতে পারবো না। কিন্তু একটা সময় ছিল যখন ছবি প্রথম সপ্তাহে না চললেও আমাদের সময় দেওয়া হতো। এখন সেটা কাউকেই দেওয়া হচ্ছে না। এটা বাংলা সিনেমার ব্যবসায়িক নীতি হতে পারে না। প্রথম সপ্তাহে ব্যবসা করতেই হবে এই চাপে ছবির মান সত্যিই নেমে যাচ্ছে। এটা দুঃখজনক। এই পরিস্থিতি চললে বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে সত্যিই আশঙ্কা তৈরি হয়।’