সাংগঠনিক কর্মে বড় সাফল্য পেতে পারেন। উপস্থিত বুদ্ধি আর সাহসের জোরে কার্যোদ্ধার। বিদ্যায় সাফল্য। ... বিশদ
এদিন পাণ্ডুয়ার বৈঁচির ওই প্রকল্পের আরও একটি সমস্যার সমাধানও হয়েছে। বৈঠকে আলোচনা হয় যে, ফার্মের পরিকাঠামোয় প্রচুর সংখ্যক মুরগি ছানা তৈরি করা সম্ভব। কিন্তু বাজারজাত করার সমস্যার কারণে প্রকল্পটি মার খাচ্ছে। এদিনের বৈঠক থেকেই তপনবাবু প্রাণী সম্পদ দপ্তরের কর্তাদের সঙ্গে কথা বলেন। তাতে স্থির হয় পঞ্চায়েত দপ্তরের অধীনস্ত বৈঁচির সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদের তরফে প্রস্তাব পাঠানো হবে। যাতে প্রাণী সম্পদ দপ্তর তাদের প্রয়োজনীয় মুরগি ছানা বৈঁচি থেকে ক্রয় করে। তপনবাবু বলেন, আমাদের প্রচুর জমি, খামার, পুকুর আছে। অনেক ধরনের পণ্য উৎপাদন হয়। সেগুলিকে আমরা বাণিজ্যিকভাবে মানুষের আরও কাছে নিয়ে যেতে চাইছি। অন্যদিকে, পর্ষদ কর্তারা জানিয়েছেন, গত একবছর ধরে যাবতীয় লক্ষ্যমাত্রা পর্ষদ পূরণ করেছে। মাছের উৎপাদন থেকে চিকেন বিক্রি, ফার্মাস ক্লাব তৈরি থেকে মাশরুম উৎপাদন, সবেতেই বৈঁচি প্রকল্প সফলভাবে কাজ করেছে।