সাংগঠনিক কর্মে বড় সাফল্য পেতে পারেন। উপস্থিত বুদ্ধি আর সাহসের জোরে কার্যোদ্ধার। বিদ্যায় সাফল্য। ... বিশদ
অফস্ক্রিনের বন্ধুত্বটা কেমন? ‘পর্দায় আমাদের সম্মুখসমর লেগেই থাকে’, বলছিলেন শিঞ্জিনি। পাশ থেকে হেসে সুস্মিতা বললেন, ‘আমরা দু’জনেই সাপ হলেও আমাদের সম্পর্কটা কিন্তু সাপে নেউলে। দু’জনে দু’জনকে অনবরত আটকানোর চেষ্টা করি। কিন্তু ক্যামেরা বন্ধ হলেই দু’জনের খুনসুটি চালু হয়ে যায়। সকালে এসেই সারাদিন কী খাব তার প্ল্যান চলে। তালিকায় মোমো, বিরিয়ানি কী নেই!’ তবে বাস্তবে শিঞ্জিনি নাকি বোকা। দাবি বন্ধু সুস্মিতার। তা শুনে শিঞ্জিনির জবাব, ‘আমার সঙ্গে মিশে সুস্মিতাও এখন মাঝে মধ্যে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলে।’ একসঙ্গে হেসে উঠলেন পঞ্চমী-চিত্রা।