সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায় সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ
গল্পের মূল সূত্র লিঙ্গ বৈষম্য। অপর্ণা অর্থাৎ অপু উঠে এসেছে মফস্সল থেকে। তার দিদির বিয়ে হয়েছে হালিশহরের এক বর্ধিষ্ণু পরিবারে— যে পরিবার বিশ্বাস করে, মহিলাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনও প্রয়োজন নেই। জাঁদরেল গৃহকর্ত্রী মনে করে ছোট থেকেই বাড়ির মেয়েদের সাংসারিক দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল থাকা উচিত। এই বাড়িতেই দীপুর সঙ্গে আলাপ হয় অপুর। কোনও এক অজানা কারণে দীপুও বাড়ির মানসিকতাকেই সমর্থন করে। কিন্তু অপু চায় সরকারি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াতে। এই দুই বিপরীতধর্মী চরিত্রের মধ্যে সম্পর্কের চড়াই-উতরাই নিয়ে গল্প এগবে।
ধারাবাহিকটিতে অপুর চরিত্রে অভিনয় করছেন নবাগতা সুস্মিতা দে। আসানসোলের মেয়ে সুস্মিতা অডিশনের মাধ্যমে ছোট পর্দায় ভাগ্যান্বেষণে নামছেন। অন্যদিকে দীপুর চরিত্রে রয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ রোহন ভট্টাচার্য। ‘কলের বউ’ ধারাবাহিকের পর আবার মেগায় ফিরলেন রোহন। ধারাবাহিকে অপুর সঙ্গে দীপুর ভাবনাচিন্তার পার্থক্য রয়েছে। এই প্রসঙ্গে রোহন জানালেন, ‘আসলে দীপু ওর মায়ের ভুল বুঝতে পেরে তাকে মানিয়ে নিয়ে চলে। ও না থাকলে হয়তো পরিবারে আরও অনেকগুলো সমস্যা দেখা দিত। কিন্তু দীপু কেন এরকম তার পিছনে অন্য কারণ লুকিয়ে রয়েছে, যা দর্শক সময়ের সঙ্গে জানতে পারবেন।’ ধারাবাহিকের অন্যান্য চরিত্রে রয়েছেন সোমা চক্রবর্তী, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, নন্দিনী চট্টোপাধ্যায়, শৈবাল ভট্টাচার্য, সঞ্জীব সরকার, জয়তী চক্রবর্তী, শতাব্দী নাগ প্রমুখ। ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়েছে।