সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায় সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ
এদিকে ববির অবস্থাও প্রায় একই। তিনিও বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেন না। যদিও ওটিটি প্ল্যাটফর্মে ‘ক্লাস অব ৮৩’ এবং ‘আশ্রম’-এর মতো কাজ করে তিনি খানিকটা হলেও চর্চার মধ্যে উঠে এসেছেন। সব মিলিয়ে এবার ময়দানে নেমে পড়েছেন সানি স্বয়ং। যদি সত্যিই এই ছবি বাস্তবের মুখ দেখে তাহলে বলতেই পারেন, স্বজনপোষণের একেবারে উপযুক্ত উদাহরণ হতে পারে এই ছবি।