সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায় সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ
তিনি যে শুধু ২৩টি গ্র্যান্ড স্লাম সিঙ্গলসের মালিক তাই নয়, সেরেনার ক্যাবিনেটে রয়েছে সবমিলিয়ে ৩৯টি গ্র্যান্ড স্লাম খেতাব। সঙ্গে রয়েছে চারটি ওলিম্পিকস স্বর্ণপদক। সন্তান জন্মের পরেও কোর্টে ফিরে সেরেনা ২ বছরের মধ্যে চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠেন। এ কৃতিত্বও বড় কম নয়। এমনকী স্টেফি গ্রাফ আর মার্টিনা নাভ্রাতিলোভার পর তিনিই হলেন ওপেন এরার তৃতীয় মহিলা টেলিস খেলোয়াড় যিনি সর্বাধিক দিন ১ নম্বরের আসন নিজের দখলে রেখেছিলেন। সেরেনা একটানা ৩১৯ সপ্তাহ সিংহাসনে ছিলেন। সিরিজটি প্রযোজনা করেছে এইচ বি ও স্পোর্টস।