সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় সাফল্য প্রাপ্তি। কর্মে দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপবৃদ্ধি। খেলাধূলায় সাফল্যের স্বীকৃতি। শত্রুর মোকাবিলায় সতর্কতার ... বিশদ
নাগপুরের এক ফুটবল প্রশিক্ষক বিজয় বরসের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। মে মাসেই সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু লকডাউনের জন্য সেটাও পিছিয়ে যায়। চলতি মাসে ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তির কথা ছিল। কিন্তু কপিরাইট ইস্যুতে আরও একবার আটকে গেল এই ছবির মুক্তি। হায়দরাবাদের ছোটছবি নির্মাতা নন্দী চিন্নিকুমার ‘ঝুণ্ড’-এর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা দায়ের করেন। তখন থেকেই এই ছবি ঘিরে জটিলতা তৈরি হতে থাকে।