স্নায়ুর একটি জটিল রোগ হল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি (এসএমএ)। জিনের পরিবর্তনই এই রোগের পিছনে দায়ী। এক্ষেত্রে মেরুদণ্ডের মধ্যে থাকা মোটর নিউরনের ক্ষয় বা মৃত্যু ঘটে। আক্রান্তের শরীরের স্কেলিটল পেশি দুর্বল হয়ে যায়। খাবার খাওয়া, শ্বাস নেওয়া, হাঁটাচলার কাজে ব্যবহৃত পেশিগুলি কর্মক্ষমতা হারাতে শুরু করে। সম্প্রতি পিয়ারলেস হসপিটাল অ্যান্ড বি কে রায় রিসার্চ সেন্টারের পক্ষ থেকে এই রোগের আধুনিকতম চিকিৎসার বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে প্রথম জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা শিক্ষা ডাঃ প্রদীপকুমার মিত্র, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি ডাঃ শান্তনু সেন, নারী ও পরিবার কল্যাণ প্রতিষ্ঠানের অধিকর্তা ডাঃ কৃষ্ণাংশু রায়, হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ সুরজিৎ করপুরকায়স্থ, হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের ক্লিনিক্যাল ডিরেক্টর ডাঃ সংযুক্তা দে সহ অন্যান্য বিশিষ্টজন।
সংস্থার পক্ষে জানানো হয়, গত বছর আমাদের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের একত্রে এনে এসএমএ ক্লিনিক চালু করা হয়েছে। এই ক্লিনিকে অত্যাধুনিক চিকিৎসা মেলে। এবার আরও একধাপ এগিয়ে এসএমএ রোগটির চিকিৎসার আধুনিকীকরণ সম্বন্ধে জানতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। চিকিৎসক, রোগী ও রোগীর পরিবার এর থেকে অনেক নতুন তথ্য পেয়েছেন।
নিজস্ব প্রতিনিধি