আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
দীপা বলেন, এখনও দেশে মেনস্ট্রুয়েশনকে বাঁকা চোখে দেখা হয়। এই সময়ে সমাজের চাপে বহু মহিলাই নানা সমস্যার মধ্যে পড়েন। তবে এটি একদম স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই সময় মহিলাদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য যা যা কিছু প্রয়োজন, সেই ব্যবস্থাই করা উচিত। এই বার্তা দেশের সকল নাগরিকের মধ্যে পৌঁছে দিতেই ‘রেড ডট চ্যালেঞ্জ’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। ‘রেড ডট চ্যালঞ্জে’ সম্বন্ধে দীপার বক্তব্য, ‘এক্ষেত্রে প্রথমে একজন মহিলাকে নিজের কোনও একটি হাতে রেড ডট এঁকে ছবি তুলতে হয়েছে। এরপর সেই ছবি ফেসবুক, ট্যুইটার, ইনস্ট্রাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আমাকে বা ইউনিসেফ ইন্ডিয়াকে ট্যাগ করতে হয়েছে। আমরা সেই ছবি রিট্যুইট করেছি।