আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ
এই অনুষ্ঠান থেকে বার্থ হাসপাতাল কলকাতার শিলান্যাস করা হয়। এর পাশাপাশি সংস্থার পক্ষ থেকে সল্টলেকের বার্থ ক্লিনিক এবং এডিকে অ্যাপোলো মেড স্কিল-নামক একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এখানেই ডাঃ খাস্তগীরের ‘প্রেগন্যান্সি যত্ন নিন’ বইটির উদ্বোধন করেন চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ ডাক টিকিটও প্রকাশ করা হয়েছে।
ফিরহাদ হাকিম বলেন, ‘বার্থের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছেন। ডাঃ খাস্তগীরকে ধন্যবান।’ চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, ‘ডাঃ খাস্তগীর মানুষের জন্য কাজ করে চলেছেন। বহু মানুষ তাঁর কাছে বিনামূল্যে চিকিৎসা পান।’ ডাঃ খাস্তগীর জানান, একদম প্রথমে কাজ শুরু করাটা ছিল চ্যালেঞ্জিং। এরপর আর ফিরে তাকাতে হয়নি। এখন প্রতিটি মানুষকে সন্তানের স্বাদ দিতে চাই। তাই আমাদের তরফে, চিকিৎসার খরচ একধাক্কায় অনেকটাই কমিয়ে আনা হল।