Bartaman Patrika
হ য ব র ল
 

মার্কশিট 

তোমাদের জন্য চলছে নতুন বিভাগ ‘মার্কশিট’। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় জীবনবিজ্ঞান।প্রস্তুতির এই পর্যায়ে পাঠ্যবিষয়ের ধারণাগুলিকে মনে মনে ভাবা অভ্যাস করো। পরামর্শ দিচ্ছেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক অরণ্যজিৎ সামন্ত।

মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসছে। আর মাত্র কিছুদিন সময় হাতে আছে। শেষ বেলার প্রস্তুতি নিতে গিয়ে একইসঙ্গে সব যেন গুলিয়ে যাচ্ছে, আর বাড়ছে ভয়টাও। আসলে, যা হচ্ছে তাকে বলা যেতে পারে পরীক্ষার উদ্বেগ। এই প্রথম স্টুডেন্ট লাইফে নিজের স্কুলের বাইরে গিয়ে বড় পরীক্ষা দিতে হবে। আর সেটাতে ভালো করবার চিন্তায় মনের ভিতর অনেক কাটাকুটির খেলা তৈরি হচ্ছে। মেন্ডেলের সংকরায়ণ পরীক্ষাটা লিখতে পারব তো বা উদ্ভিদের অযৌন জননের উদাহরণগুলো ভুলে যাচ্ছি যে। আচ্ছা ছবি ঠিক যা যা প্র্যাকটিস করেছি তার মধ্যেই আসবে তো। প্রশ্নব্যাঙ্কের একই প্রশ্নের উত্তর নানা জায়গায় নানারকম পাচ্ছি কেন। কোনটা ঠিক। কোনটা ভুল। এইরকম নানা প্রশ্ন মনের ভিতরে অনবরত ঘুরছে। আর উদ্বেগ বাড়ছে।
মাধ্যমিক জীবনবিজ্ঞান নিয়ে তোমাদের চিন্তা করবার কিছু নেই। এটা ধরে নিয়ে তোমরা চূড়ান্ত প্রস্তুতি নাও। লেখা পড়ায় যা যা অভ্যাস করেছ এতদিন, তার মধ্যে থেকেই দেখবে জানা সব প্রশ্ন পরীক্ষায় এসেছে। কাজেই মাথা ঠান্ডা করে সেটা গুছিয়ে লিখে ফেলাই তোমার কাজ। লেখার সময় কী কী সতর্কতা নিতে হয়, সে বিষয়ে তোমাদের কিছু ধারণা আছে। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নিশ্চয় তোমাদের সেকথা বলেছেন। যেমন ধরো, খাতা পরিচ্ছন্ন রাখবার কথা, সঠিক বানানে উত্তর লেখা অভ্যাস করা, প্রশ্নের নম্বর পরপর সাজিয়ে উত্তর লেখা, একটি নির্দিষ্ট নম্বরের প্রশ্নের নানা অংশের উত্তর খাতায় ছড়িয়েছিটিয়ে না লেখা, এসব কথা নিশ্চিত অনেকবার শুনেছ। এখন মনে রেখেছ কি না সেটা একটা প্রশ্ন বটে। তবে কথাগুলো মনে রেখো। কাজের কথা। সঠিক উত্তর সাজানো পরিচ্ছন্ন খাতায় বেশি নম্বর ওঠে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
এবার আসি বিষয়ের কথায়। লেখার গোড়াতে আমি বলেছি, এখন তোমরা ইচ্ছে করলে, পাঠ্যবিষয়ের ধারণাগুলিকে মনে মনে ভাবা অভ্যাস করতে পারো। এর মানে কী? আসলে তোমরা দেখবে, পরীক্ষার আগে সব গুলিয়ে যাবার যে অনুভূতিটা আমাদের হয়, সেটার কারণ হল পড়া বিষয়গুলোকে কিছু বিচ্ছিন্ন তথ্যের মতো করে আমরা মনে রাখতে চেষ্টা করি। ভাবি যত বেশি তথ্য মনে রাখতে পারব, পরীক্ষায় তত সুবিধা হবে। অবজেকটিভের উত্তর দিতে সুবিধা হবে। এবার পরীক্ষার আগে দুশ্চিন্তার মধ্যে যখন সেই তথ্যগুলোকে ঘেঁটে দেখতে যাই, তখন কিছু মনে পড়ে, কিছু ভুলে যাই। আরও চিন্তা বাড়ে। ধরো তোমাকে বলা হল, উদ্ভিদের চলন ও গমন থেকে সব উদাহরণ মুখস্থ করে লিখে ফেল। তুমি দেখবে, লিখতে গিয়ে সব গোলমাল হয়ে যাচ্ছে। একের উদাহরণ অন্যের ঘাড়ে গিয়ে বসছে। এবার যদি, উদ্ভিদের চলনকে ভেঙে সামগ্রিক চলন বা ট্যাকটিক, ট্রপিক বা অভিমুখী চলন, আর ন্যাস্টিক বা তীব্র উদ্দীপনা নির্দিষ্ট চলন হিসেবে বুঝে নেওয়া যায়, তাহলে তার উদাহরণ দেওয়া অনেক সহজ হয়ে যায়। সামগ্রিক চলন যখন বলব সেখানে উদাহরণ হিসেবে যে অতি ক্ষুদ্র জীবের চলন, যা বস্তুত গমন বোঝাবে সেটা আর আলাদা করে মনে রাখতে হবে না। একইভাবে, কোষের বিভাজন দশার বৈশিষ্ট্য, প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ আর মুখস্থ করে রাখতে হবে না। বুঝে, ভেবে নিতে পারলে ধারাবাহিকভাবে তাদের দশার বৈশিষ্ট্য মনে এসে যাবে। উদ্ভিদ ও প্রাণী হরমোনের কাজ, স্নায়ুতন্ত্রের গঠনকেও আমরা এইভাবে ভেবে নিতে পারি। বিচ্ছিন্ন নয়, একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখাটাই এখানে প্রস্তুতি।
প্রতিটি অধ্যায়ের ক্ষেত্রে এখন এই ‘ভাবনা’ পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারো। সিলেবাসের প্রথম অধ্যায়ে আছে পাঁচটি উপ একক। প্রথমটি হল, গাছেদের উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা ও তাদের চলন ও গমন। চলন গমন ব্যাপারটি কীভাবে ঘটছে, মানে স্থান ত্যাগ হচ্ছে, না দেহের অংশ নড়াচড়া করছে এখানে সেটাই মূল ব্যাপার। আর সেখানে কোন উদ্দীপনা সেই কাজ করিয়ে নিচ্ছে সেটা জানতে হচ্ছে। আবার, উদ্ভিদ হরমোনের অধ্যায়ে, উদ্ভিদদেহটি চিন্তা করো। পাতা ফুল ফল মুকুল বীজ কলাস্তর ইত্যাদি। কোন হরমোন কোথা থেকে বের হচ্ছে ভাবো। এবার তাদের কাজের তালিকাটি ক্ষরণস্থান, কাজের জায়গা ও কাজের ধরণ অনুসারে সাজিয়ে নাও। মানুষের হরমোনের বেলাতেও ছকটি একই। এখানে বাড়তি সুবিধা হল, গ্রন্থির নাম আছে। কাজেই সেটা মাঝে রেখে হরমোনের নাম ও কাজ গুছিয়ে নেওয়া যায়। হরমোনের নাম থেকে কাজে বা গ্রন্থিতে না গিয়ে, গ্রন্থি থেকে হরমোনের দিকে এগলে দেখবে খটোমটো নাম মনে রাখার ঝামেলা এড়ানো যাবে। স্নায়ুকোষ আর স্নায়ু এক নয়। তাদের গঠন ও স্নায়ুতন্ত্রের গঠন আলাদা। স্পষ্ট ধারণা ছাড়া এখানে কোনও প্রশ্নের নির্ভুল উত্তর করা যাবে না। মানুষের মস্তিষ্কের গঠন নিয়ে প্রশ্নের উত্তর করতে হলেও ধারণা স্বচ্ছ হতে হবে। প্রতিটি খণ্ডকের ধারণা এখানে পরিষ্কার থাকা প্রয়োজন। প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্ত চাপ থেকেও প্রশ্ন এলে তাদের গঠনের ধারণা না থাকলে উত্তর করতে অসুবিধা হতে পারে।
বংশগতির অধ্যায়ে যেখানে তোমরা TT ও Tt ব্যবহার করে সংকরায়ণের পরীক্ষাগুলি করছ, চেষ্টা করো অন্য চিহ্ন ব্যবহার করে তার সমাধান করতে। যেমন G/g, R/r বা অন্য কিছু। এতে মুখস্থ হয়ে থাকার ত্রুটি এড়ানো যাবে। প্রশ্ন যদি ঘুরিয়েও আসে, তোমার অসুবিধা হবে না।
এ প্রসঙ্গে, পরিবেশ, সম্পদ ও সংরক্ষণ অধ্যায়টি সবচাইতে বেশি ভাবনা দাবি করে। পরিবেশ নিয়ে পরীক্ষার্থীর নিজের ভাবনাকে প্রকাশ করবার সুযোগ আছে এখানে। আমরা যে পরিবেশে বাস করছি, সেখানে যা যা ঘটছে তার সব কথা বইতে লেখা থাকবে, এটা সম্ভব নয়। বাড়ির পাশে বয়ে যাওয়া নদী, পাহাড়, চাষের জমি, গ্রামের পুকুর কীভাবে মারা যাচ্ছে তা তাদের প্রতিবেশীই জানে। চাষের সার, কীটনাশক বিষের কুফল লিখতে হলে অনেককেই বই পড়তে হবে না। সচেতন অভিজ্ঞতা থেকেই লেখা সম্ভব কী কী আমরা দেখছি চারপাশে প্রতিদিন, কীভাবে ফসলের ক্ষতি হচ্ছে।। সেই দেখাটাকে এখানে গুরুত্ব দিতে হবে।
দূষণের প্রশ্নের উত্তর করতে হলে তাই নিজেদের চারপাশে আমাদের তাকাতে হবে। শীত গ্রীষ্ম বর্ষা ধোঁয়াশা কুয়াশা চারদিক নজরে থাকা খুব দরকার। শহরে প্রতিদিন দূষণের হার যেভাবে বাড়ছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘটনায় পরিবেশ দূষণের কথা যেভাবে উঠে আসছে সেখান থেকে তথ্য নিয়ে নিজের ভাবনাকে উত্তরে সাজিয়ে রাখা যায়। সেটাও প্রস্তুতি। প্লাস্টিক দুষণ এখানে বিশেষ গুরুত্বপুর্ণ। সংরক্ষণের প্রশ্নে, উত্তরের সময় মূল কাঠামোর ধারণাটি বই থেকে নিয়ে তাকে মনে মনে নানা ধরণের প্রশ্নের জন্য সাজিয়ে রাখতে পারো। ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণের সুবিধা ও অসুবিধাও এখানে বিবেচ্য।
ভাবনার ও পড়াশোনার কাজ পাশাপাশি চালিয়ে নিয়ে যেতে পারলে পরীক্ষায় বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। আসলে ভাবনা প্রক্রিয়াটিতে আমাদের লক্ষ থাকে না। অভ্যাসও তাই গড়ে ওঠে না। মূল টার্গেট হল নম্বরটা। মনে রেখো এদের মধ্যে কিন্তু কোনও দ্বন্দ্ব নেই। ভাবনাও আসুক, আসুক নম্বরটাও। জানি, সবাই নিজেকে নিজের মতো গুছিয়ে প্রস্তুতি নেবে। এই আলোচনা সেখানে যদি কোনও আলো ফেলে, আত্মবিশ্বাস যদি তাতে বাড়ে সেটাই লাভ। শুভেচ্ছা রইল।  
19th  January, 2020
অস্ট্রেলিয়ার বিপন্নপ্রায় কয়েকটি পশুপাখি 

এদের সম্পর্কে বিশদ জানতে সোনি বিবিসি আর্থ চ্যানেলের ‘সেভেন ওয়ার্ল্ডস, ওয়ান প্ল্যানেট’ সিরিজে চোখ রাখতে হবে।   বিশদ

16th  February, 2020
পরীক্ষার শেষ মুহূর্তের পরামর্শ 

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা— মাধ্যমিক। তাই আজ তোমাদের জন্য মার্কশিট বিভাগে রইল বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞান পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার টিপস। পরামর্শে রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)-এর বিশিষ্ট শিক্ষকদের একটি টিম।  বিশদ

16th  February, 2020
আন্টার্কটিকা  

আন্টার্কটিকা মানেই রহস্যে ভরা এক মহাদেশ। চতুর্দিকে বরফে বরফ। যতদূর দৃষ্টি চলে মানুষের দেখা মেলে না। মিলবে কী করে! এখানে যে রক্ত জমিয়ে দেওয়া ঠান্ডা সারাটা বছর ধরে। মাঝে মধ্যে শুধু পেঙ্গুইনের দল হেলেদুলে হেঁটে চলে যায়। সমুদ্রে দেখা মেলে নীল তিমি মাছের। বিস্ময়ভরা আন্টার্কটিকার গল্প শুনিয়েছেন সায়ন নস্কর। 
বিশদ

16th  February, 2020
ছোটকাকুর সঙ্গে বইমেলায়
শমীন্দ্র ভৌমিক

সকালে বাবিন এসে বলল, ‘ছোটকাকু বলেছে আজ বইমেলায় নিয়ে যাবে। আর সেই আনন্দে তোর কাছে এলাম। যাবি নাকি? বেরুবি আমার সঙ্গে? দেখি আর কেউ যায় কি না!’ ‘চল বেরই। মনে আছে গত বছর আমরা এক বিশাল দলবল বইমেলায় কেমন হইচই জুড়েছিলাম?’ আমি বললাম। 
বিশদ

09th  February, 2020
স্কুল থেকে মঞ্চে’র ৮ম বর্ষের নাট্য উৎসব 

‘স্কুল থেকে মঞ্চে’। অষ্টম বর্ষে পা দিয়ে সত্যিই এক অন্যরকম নাট্য উৎসবের আয়োজন করেছিল হাওড়ার শিল্পী সংঘ, হাওড়ার রামগোপাল মঞ্চে। গত ১৫ থেকে ১৮ জানুয়ারি প্রতিদিন বিকেল ৫টা থেকে এই উৎসব শুরু হয়। নাট্য উৎসবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুলের ছাত্রীরা। 
বিশদ

09th  February, 2020
লিংকের স্পেলিংক প্রতিযোগিতা 

সারা বাংলা আন্তঃ স্কুল ইংরেজি বানান প্রতিযোগিতার আয়োজন করেছিল লিংক পেন অ্যান্ড প্লাস্টিকস লিমিটেড। গত ১ ফেব্রুয়ারি ন্যাশনাল লাইব্রেরিতে ২০১৯-২০২০ সালের প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি হয়েছিল।  
বিশদ

09th  February, 2020
ভৌতবিজ্ঞানে বেশি নম্বরের জন্য পাঠ্যবই খুঁটিয়ে পড়ো 

তোমাদের জন্য চলছে নতুন বিভাগ ‘মার্কশিট’। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ভৌতবিজ্ঞান। পরামর্শ দিচ্ছেন বারাসত প্যারীচরণ সরকার সরকারি উচ্চবিদ্যালয়ের ভৌতবিজ্ঞানের শিক্ষক স্বপনকুমার সাহানা। 
বিশদ

09th  February, 2020
মার্কশিট  

তোমাদের জন্য চলছে নতুন বিভাগ ‘মার্কশিট’। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ভূগোল।পাঠ্যবই মন দিয়ে পড়ে ঘড়ি ধরে প্রশ্নের উত্তর লেখা অভ্যাস করো। পরামর্শ দিচ্ছেন বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক কিংশুক মণ্ডল।
বিশদ

02nd  February, 2020
বইয়ের মতো বন্ধু আর কে আছে? 

বইমেলা জমজমাট। তোমরা যারা এখনও যাওনি তারা কিন্তু শিগগির ঘুরে এসো। কলকাতা পুস্তক মেলা তার হরেকরকম বইয়ের ঝুলি সাজিয়ে অপেক্ষা করছে যে তোমাদের জন্য! বইমেলায় তোমাদের মতো অনেক বন্ধুর সঙ্গে গল্প করে এসে নতুন বইয়ের খবর দিলেন চকিতা চট্টোপাধ্যায়। 
বিশদ

02nd  February, 2020
চিল্ড্রেন লিটারারি ফেস্ট 

আজ তোমাদের একটা ভালো খবর দিই। সম্প্রতি মাইস্পেস, ওয়ার্ড মাঞ্চার্স ও হ্যাপি চাওস-এর উদ্যোগে হয়ে গেল লিট-উইট চিল্ড্রেন লিটারারি ফেস্ট। গত ১৯ জানুয়ারি ৩, শিবনাথ শাস্ত্রী সরণী, ব্লক-বি, নিউ আলিপুরে অনুষ্ঠানটি হয়েছিল। খোলা ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায়। 
বিশদ

26th  January, 2020
সরস্বতী পুজোর মজা 

হাতে আর কয়েকদিন। তারপরই সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠবে তোমরা। লেখায়, আঁকায় সেই আনন্দের কথা জানাল তোমাদের বন্ধুরা।  বিশদ

26th  January, 2020
আমার দেশ 

১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতবর্ষে সংবিধান চালু হয়েছিল অর্থাৎ সাধারণতন্ত্র হিসেবে পথচলা শুরু করেছিল আমাদের দেশ। তাই এই দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। আজ ৭১তম সাধারণতন্ত্র দিবসে কোথায় দাঁড়িয়ে আমাদের দেশ? আলোচনা করল রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) ছাত্ররা।  
বিশদ

26th  January, 2020
দেখতে দেখতে শেখো 

সায়েন্স সিটি হল এমনই এক জায়গা যেখানে বিজ্ঞানের নানা জানা-অজানা বিষয় যেমন শিখতে পারবে তেমনই রয়েছে অঢেল মজার মজার উপকরণ। দেখে এসে জানাচ্ছেন চকিতা চট্টোপাধ্যায়।  
বিশদ

19th  January, 2020
ওয়াটারমেলান পিৎজা ও অরিও অ্যান্ড কোকোনাট লাড্ডু  

তোমাদের জন্য চলছে একটি আকর্ষণীয় বিভাগ ছোটদের রান্নাঘর। এই বিভাগ পড়ে তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে লোভনীয় খাবারদাবার। বাবা-মাকেও চিন্তায় পড়তে হবে না।  
বিশদ

12th  January, 2020
একনজরে
হায়দরাবাদ, ১৬ ফেব্রুয়ারি (পিটিআই): ‘ফিসকাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট’ (এফআরবিএম) মেনে বাজেট পেশ করা হয়েছে। তাই রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা স্থির করতে সেই আইন লঙ্ঘন করা হয়নি। যাবতীয় জল্পনা, বিতর্কে জল ঢেলে রবিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।  ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাবিদাওয়ার মধ্যে কয়েকটি মিটলেও, বেতন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দাবি এখনও অনিশ্চিত। এমনই অভিযোগ অধ্যাপকদের। রবিবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের ৪৮তম বার্ষিক সম্মেলনে তা নিয়েই সরব হলেন তাঁরা।  ...

নিউ ইয়র্ক, ১৬ ফেব্রুয়ারি (এএফপি): কানেক্টিকাটের একটি নাইটক্লাবে গুলিচালনার ঘটনায় প্রাণ হারালেন একজন। আহতের সংখ্যা চার। রবিবার ভোরে ‘ম্যাজেস্টিক লাউঞ্জ’-এর ক্লাবে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এই হামলা চালায় বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।   ...

সংবাদদাতা, রায়গঞ্জ: শুধু লুট করাই নয়, পুলিসের নাগালের বাইরে থাকতে প্রমাণ লোপাটে টার্গেটকে খুন করাও উদ্দেশ্য থাকে হাইওয়ে গ্যাংয়ের। কাউকে একবার টার্গেট করলে কিভাবে তার উপর হামলা চালানো যায়, সেব্যাপারে রীতিমতো আঁটঘাট বেঁধে তবেই ‘অপারেশন’ চালানো হয় বলেও জানা গিয়েছে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৯৯: কবি জীবনানন্দ দাশের জন্ম
১৯৬৩: আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা মাইকেল জর্ডনের জন্ম
১৯৮৭ - ভারতীয় কার্টুনিস্ট অসীম ত্রিবেদীর জন্ম।
২০০৯: সঙ্গীত শিল্পী মালবিকা কাননের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৯ টাকা ৭২.১৯ টাকা
পাউন্ড ৯১.৪৩ টাকা ৯৪.৭১ টাকা
ইউরো ৭৫.৮৫ টাকা ৭৮.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
15th  February, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৬০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৪৭৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,০৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
16th  February, 2020

দিন পঞ্জিকা

৪ ফাল্গুন ১৪২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, (মাঘ কৃষ্ণপক্ষ) নবমী ২১/১ দিবা ২/৩৬। জ্যেষ্ঠা ৫৭/৩৩ শেষরাত্রি ৫/১৪। সূ উ ৬/১১/৩৯, অ ৫/২৯/৩৯, অমৃতযোগ দিবা ৭/৪২ মধ্যে পুনঃ ১০/৪৩ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৬/২০ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ১১/২৫ গতে ২/৪৯ মধ্যে। বারবেলা ৭/৩৬ গতে ৯/১ মধ্যে পুনঃ ২/৪০ গতে ৪/৫ মধ্যে। কালরাত্রি ১০/১৫ গতে ১১/৫১ মধ্যে।
৪ ফাল্গুন ১৪২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, নবমী ৩১/৪০/৩৫ রাত্রি ৬/৫৪/৫৬। অনুরাধা ৮/১/৪০ দিবা ৯/২৭/২২। সূ উ ৬/১৪/৪২, অ ৫/২৮/৫৮। অমৃতযোগ দিবা ৭/৩২ মধ্যে ও ১০/৩৮ গতে ১২/৫৮ মধ্যে এবং রাত্রি ৬/২৭ গতে ৮/৫৫ মধ্যে ও ১১/২৩ গতে ২/৪১ মধ্যে। কালবেলা ৭/৩৮/৫৯ গতে ৯/৩/১৬ মধ্যে। কালরাত্রি ১০/১৬/৭ গতে ১১/৫১/৫০ মধ্যে।
 ২২ জমাদিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। বৃষ: পুরোনো সম্পর্ক থাকলে তা আবার নতুন ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে  
১৮৯৯: কবি জীবনানন্দ দাশের জন্ম১৯৬৩: আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা ...বিশদ

07:03:20 PM

স্ত্রীর সাহায্যে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধৃত দম্পতি 
বাঘাযতীনে স্ত্রীর সাহায্যে বছর ২২-এর এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ...বিশদ

07:34:00 PM

পাকিস্তানের কোয়েটায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৭, জখম ২০

06:58:00 PM

মত্ত অবস্থায় পুলকার চালানোর অভিযোগে আটক চালক 
পোলবায় পুলকার দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যজুড়ে পুলকার আটকে ...বিশদ

05:58:22 PM

নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি ৩ মার্চ
নতুন করে ফের নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির দিনক্ষণ ঘোষণা হল। আগামী ...বিশদ

04:22:33 PM