Bartaman Patrika
হ য ব র ল
 

টেকো মল্লিক জিন্দাবাদ!
আয়ূষী বন্দ্যোপাধ্যায় 

‘খেপেছিস নাকি? টাকা দেবে তাও আবার ওই টেকো।’ ঝাঁঝিয়ে বলে উঠল রতনদা। পাড়ায় এখন দারুণ ব্যস্ততা। সামনেই রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ‘কবি প্রণাম’ আয়োজন করার জন্যে খাতা, পেন আর একখানা ঊহ্য বাটি হাতে ভিক্ষুক বেশে মিত্তিরদের দ্বার হতে মদ্যপ, গাঞ্জাখোর সুখেনদার বাড়ির দরজা অবধি একটাই বাণী ধ্বনিত হচ্ছে, ‘ভিক্ষাং দেহী’। চাঁদা তোলা দশরথের পুত্র লাভের জন্য করা যজ্ঞের সমান। কেউ কেউ দরজা থেকে দূর করে দিচ্ছে, কেউ বা আবার জানলা দিয়ে দেখতে পেয়েই সটাং মুখের ওপর সদর দরজা বন্ধ করে দিচ্ছে। কতখানি অপমান! সেদিন ঘোষেদের বেল বাজাতে বাজাতে রাগের চোট্টে ভেঙেই ফেললাম তবুও দরজা খুলল না! ভেতর থেকে স্পষ্ট ‘দিদি নং 1’-এ রচনার অট্টহাসি কান ঝালাপালা করে দিচ্ছিল অথচ বাড়ি ভর্তি লোক আমাদের এভাবে এড়িয়ে গেল! তবে ক্লাবের মাথা এবং পেট মোটা, গাঁয়ে মানে না আপনি মোড়ল সেক্রেটারি রতনদা বলেছেন যে, গাঁইগুঁই করেও শেষ পর্যন্ত দু-এক পয়সা সবাই দেবে সেরেফ ওই টেকোটা ছাড়া।
রঞ্জিত মল্লিক, না না অভিনেতা রঞ্জিত মল্লিক নন এবং কস্মিনকালে একখানা সিনেমা দেখেছেন কিনাও সন্দেহ। শুনেছি সিনেমা দেখতে নিয়ে যেতেন না বলে সেই দুঃখে কাকিমার অকালমৃত্যু ঘটল। তবে এবার আসি শারীরিক বর্ণনায় যা একেবারে পরিষ্কার করে অভিনেতা এবং টেকোর তফাৎ বুঝিয়ে দেবে। বেঁটেখাটো, শ্যামবর্ণ, হরলিকসের শিশির কাচের মতো মান্ধাতার আমলের এক চশমা, এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ফতুয়া আর লুঙ্গি ছাড়া কখনওই কিছু পরেন না। বাজার-হাট লক্ষ্মীদিই করে। তবে আকর্ষণের বিষয়বস্তু হল ওনার ওই মসৃণ, মোলায়েম, চকচকে টাকটা। দেখলেই হাতগুলো নিশপিশ করতে থাকে, মনে হয় একটু তবলা বাজিয়ে দিই। ‘ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা।’ অতএব ওনার বাবা, মায়ের দেওয়া বেমানান নামটা বদলে দিয়ে উনি পাড়ায় ‘টেকো মল্লিক’ বলেই খ্যাত। টেকোকে নিয়েই আমাদের যত দুশ্চিন্তা। মোটা টাকা পেনশন পান, মেয়ে জামাই বিদেশ থেকে মোটা টাকার হাতখরচ পাঠায়। তা এতে এত কার্পণ্য করার কী আছে বাপু? ব্যাঙ্কের লোককেও ভরসা করেন না তাই সব পয়সা বুঝি গদির তলায় রেখে শোন। আমরা তো চেয়েছিলাম ওই মুদ্রা রহিতকরণের সময় কেন যে ওকে গ্রেপ্তার করে নিয়ে গেল না কে জানে? চাঁদা চাইতে গেলেই গণ্ডাখানেক কথা শুনিয়ে দেন। পাড়ায় নাকি চাঁদা তুলে ফুর্তি করা হয়, সবাই নাকি স্বৈরাচারী হয়ে উঠেছে। যত সব বাজে অজুহাত। কথায় আর কাজে কোনও মিল নেই— পাড়ায় যে কোনও অনুষ্ঠানে এক পয়সা চাঁদা না দিয়ে দিব্যি প্রত্যেকবার এসে পাত পেড়ে খেয়ে যান। সেইদিনগুলো আবার ওর বাড়িতে হাঁড়ি চড়ে না। তবে এবার ক্লাবের ইউথ সিদ্ধান্ত নিয়েছে টেকোর থেকে চাঁদা আদায় করেই ছাড়বে— তা সম্ভবপর হলে তা হবে এক ঐতিহাসিক জয়। গোটা প্ল্যানটাই চূড়ান্ত বিপজ্জনক, রতনদা জানেন না। সবাই মানসিকভাবে প্রস্তুত, কিছু গোলমাল হলে এলোপাথাড়ি দৌড় লাগাতে হবে।
তখন বাজে রাত এগারোটা। বারটা ছিল শনিবার। তিনজনে মিলে দল পাকিয়েছি। বৈশাখ মাসের ভীষণ গরমে কাশ্মীরি শালটা গায়ে, মাথায় জড়িয়ে নিয়ে সে একেবারে হাঁসফাঁস অবস্থা। বাকি দু’জনেরও খানিক একই অবস্থা। সৌরভের মাঙ্কি টুপিটা ঘামে ভিজে ছপছপ করছে আর রিনি বড় বড় শ্বাস ফেলছে। তবে এছাড়া আর কোনও উপায় ছিল না। সামান্যতম এই ছদ্মবেশটুকু না নিলে গোড়াতেই গলদ, হাজতবাস কেউ রুখতে পারত না। এ কি আর ছোটখাট চুরি-চামারি, চাঁদা চাইতে গিয়ে একেবারে ডাকাতি! অত্যন্ত সন্তর্পণে মই বেয়ে একতলার কার্নিসে উঠে বারান্দায় ঝপাং করে এক লাফ। বাবা! একমুঠো পলেস্তারা খসে পড়ল। কপাল ভালো কার্নিসটা ধসে পড়েনি। বাড়িটা তো মেনটেনও করে না। মুখ দিয়ে গালাগালি বর্ষণ হবার আগে নিজেকে সামলে নিয়ে একটা ভয়ানক নাসিকা ধ্বনির আওয়াজ অনুসরণ করে পৌঁছে গেলাম টেকোর শোওয়ার ঘরে। ব্যাস! মিশন রাবণ বধ মানে ওই মিশন টেকো বধ। রিনি আর সৌরভ অস্ত্রধারী বীর সৈনিক আর আমার হাতে সেই লাল খাতাটা। এটাই তো টেকোর প্রাণভোমরা। এটার সন্ধান দিয়েছে আমাদের RAW এজেন্ট লক্ষ্মীদি। খাতাখানা যৌবনকাল থেকে আড়াল করে রেখেছে। টেকো খাটের মাঝখানে চাদর আর মশারির মধ্যে জড়িয়ে বসে উসখুস করছে। সৌরভের হাতে ওর ভাই লাট্টুর খেলনা পিস্তল, রিনির হাতে বাটার নাইফ। টেনশনে মানুষের মাথা কাজ করে না। তা না হলে টেকো খেলনা পিস্তল আর বাটার নাইফের ভয়ে খাট থেকে নেমে আসতে পারছে না। ‘আমরা সব জানি। এই খাতায় আপনি কবিতা লেখেন। সুতরাং যদি না চান যে অবগুন্ঠনে থাকা এই রোমান্টিক কবির সামাজিক আবির্ভাব ঘটুক তাহলে ভালোয় ভালোয় হাজার দুয়েক (পাশ থেকে সৌরভ দাঁত কিড়মিড় করে, ঘুসি দেখিয়ে বলল ‘পাঁচেক’) বেশ বেশ তাহলে হাজার পাঁচেক টাকা ছাড়ুন।’ কাজটা যে এত সহজ হবে ভাবতে পারিনি। সুড়সুড় করে খাট থেকে নেমে আলমারি খুলে একখানা সাদা খামে ভরে পাঁচ হাজার এক টাকা চলে এল আমাদের হাতে। সৌরভটা হঠাৎ কেবলার মতো চিৎকার করে বলে উঠল, ‘হুররে! টেকো মল্লিক জিন্দাবাদ, জিন্দাবাদ!’ তখন আর কে দাঁড়ায়। ভাঙা কার্নিস দিয়ে ঝপাং করে এক লাফ দিয়ে নিমেষের মধ্যে উধাও হয়ে গেলাম।
আমরা উল্লসিত! সম্রাট বাবরও যে পানিপথের যুদ্ধে বিজয়ী হয়ে এত খুশি হননি তা হলফ করে বলতে পারি। বাবা! একেবারে প্রাণ হাতে নিয়ে চম্পট দিয়েছিলাম। সিনেমায় নায়িকার খলনায়ক বাবার মতো গলা করে যা একখানা হুমকি দিয়েছিলাম আর বোধহয় টেকো জীবনেও চাঁদা দিতে না করবে না। ‘কবি প্রণাম’ হল বিশাল জাঁকজমক করে। সবাই ভীষণ খুশি, এমনকী টেকোও। যতই হোক এই মধুময় সমাপ্তির নেপথ্যে আমাদের টেকো মল্লিকই! থানা, পুলিস হয়নি। নির্ঘাত বুঝতেই পেরেছিলেন এই অপকর্মটা কারা ঘটিয়েছে। তবে পাড়ায় একটা ডাকাতির ঘটনা চাউর হয়েছে, যদিও বা কেউ বিশেষ মাথা ঘামায়নি। তবে আমরা কিন্তু ভালো ডাকাত— যা টাকা বেশি হয়েছে সবটা জমিয়ে রাখা হয়েছে, কোনও অকারণ খরচ আমরা করিনি। কিন্তু মাথা মোটা রতনদা মাঝেমধ্যেই ঘুরে ফিরে জিজ্ঞেস করে, ‘আচ্ছা চাঁদা যা উঠেছিল তাতে টাকা তো কম পড়ার কথা ছিল। অতগুলো টাকা বেশি হল কী করে?’
অলংকরণ : সুব্রত মাজী 
09th  June, 2019
মার্কশিট 

তোমাদের জন্য চলছে মার্কশিট বিভাগটি। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ইংরেজি। পরামর্শ দিচ্ছেন বাণীপুরের গভর্নমেন্ট বেসিক কাম মাল্টিপারপাস স্কুলের ইংরেজির শিক্ষিকা পর্ণা চৌধুরী।
বিশদ

07th  July, 2019
মাসির বাড়ি পোড়া পিঠে খেতে যান শ্রীজগন্নাথ 

শ্রীজগন্নাথ, শ্রীবলরাম ও সুভদ্রাদেবী এখন মাসির বাড়িতে। বাড়ি ফিরবেন উল্টোরথের দিন। মাসির বাড়ির গল্প শোনালেন চকিতা চট্টোপাধ্যায়।
 
বিশদ

07th  July, 2019
গিরের জঙ্গলে সিংহের মুখোমুখি 

ওমা! এ কী? সামনে দিয়ে শিংওয়ালা কতকগুলো হরিণ জঙ্গলের এপার থেকে ওপারে চলে গেল! গির পৌঁছে গেছি আমরা—হোটেলে যেতে আর কিছুক্ষণ। ‘গির’ শব্দটির অর্থই অরণ্য। আর অরণ্যে প্রবেশ করতেই অরণ্যের আমেজ পেলাম চারদিকে। আমরা গিরে থাকব দু’দিন—অর্থাৎ তিনটে সাফারি।  
বিশদ

07th  July, 2019
হিলি গিলি হোকাস ফোকাস
 

শুরু হল নতুন বিভাগ হিলি গিলি হোকাস ফোকাস। এই বিভাগে জনপ্রিয় জাদুকর শ্যামল কুমার তোমাদের কিছু চোখ ধাঁধানো আকর্ষণীয় ম্যাজিক সহজ সরলভাবে শেখাবেন। আজকের বিষয় তাসের টেলিপ্যাথি।  
বিশদ

23rd  June, 2019
শতবর্ষে গোখলে মেমোরিয়াল গার্লস স্কুল 

১০০ বছর আগে সরলা রায় নারীদের মধ্যে শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠা করেছিলেন এই স্কুল। শতবর্ষে দাঁড়িয়ে নিজের স্কুল সম্পর্কে লিখল সেখানকার ছাত্রীরা।   বিশদ

23rd  June, 2019
এক কিলোগ্রাম ঠিক কতটা কম এক কিলোগ্রামের থেকে? 

কাক্কেশ্বর কুচকুচে জানত ঠিক। তাদের দেশে সাত দুগুণে সব সময় চোদ্দো হয় না। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় গুণফলটা। সুকুমারী দুনিয়ার ভরও সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেত কি না, কে জানে! 
বিশদ

16th  June, 2019
বিশ্বকাপে তালিবানের দেশের লড়াই 

তালিবান বললেই যে ভয়ঙ্কর ব্যাপারটা মনে আসে আফগানিস্তান কিন্তু চেষ্টা করছে সেই অধ্যায় ভুলে যাওয়ার। ক্রিকেট বিশ্বকাপে সে দেশের অংশগ্রহণ এই কথাটাই প্রমাণ করে। লিখেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়।  
বিশদ

16th  June, 2019
মার্কশিট 

তোমাদের জন্য চলছে মার্কশিট বিভাগটি। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় জীবনবিজ্ঞান। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য জীবনবিজ্ঞানের জীববিদ্যা ও মানবকল্যাণ বিভাগটি গুরুত্বপূর্ণ। পরামর্শ দিচ্ছেন বালিগঞ্জ গভঃ হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক অরণ্যজিৎ সামন্ত।
বিশদ

09th  June, 2019
কীট-পতঙ্গের বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য 

দেখার চোখ, অনুসন্ধিৎসু মন, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং নিরন্তর অনুশীলন এই গুণগুলির সহাবস্থান যে কোনও মানুষকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিতে পারে। দারিদ্র্য বা উচ্চতর ডিগ্রির অভাব কোনও প্রতিবন্ধকতা হতে পারে না তা বারে বারেই প্রমাণ করেছেন অনেকের সঙ্গে গোপালচন্দ্র ভট্টাচার্য ।  
বিশদ

09th  June, 2019
সঠিকভাবে পয়েন্টিংয়ের জন্য বিশ্ব মানচিত্রে দখল থাকা চাই 

তোমাদের জন্য চলছে মার্কশিট বিভাগটি। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় ভূগোল।
পরামর্শ দিচ্ছেন হুগলি ব্রাঞ্চ (গভঃ) স্কুলের ভূগোলের শিক্ষক ভাস্কর মৈত্র।
প্রত্যেক ছাত্রছাত্রীর কাছেই তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। তাই যদি আমরা দশম শ্রেণীর আগে থেকেই একটু একটু করে প্রস্তুতি নিয়ে চিন্তামুক্ত ভাবে পরীক্ষা দিয়ে সফল হতে পারি তাহলে মন্দ হয় না।
বিশদ

02nd  June, 2019
জামুন কুলার মকটেল ও ক্লাসিক টুনা স্যান্ডউইচ 

জামুন কুলার মকটেল (৪ জনের জন্য)
উপকরণ: সুগার পাউডার ৪ চা চামচ, আদার রস-২ চা চামচ, জামুন জুস ৫০০ এমএল, ক্লাব সোডা-৫০০ এমএল, লেমন জুস-৪ চা চামচ, বরফ কুচি আন্দাজমতো, পুদিনাপাতা কুচি সামান্য, গ্রেনেডিয়ান সিরাপ ৪ চা চামচ, কাচের গ্লাস ৪টি, চামচ ১টি, মিক্সিং জার ১টি। 
বিশদ

02nd  June, 2019
পরিবেশ রক্ষায় সবার উগ্যোগ প্রয়োজন 

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তীব্র দূষণের হাত থেকে পৃথিবীকে কীভাবে রক্ষা করা যায়—এটাই এখন সারা বিশ্বের কাছে কঠিন পরীক্ষা। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছোটদের কী ভাবনা, সে সম্পর্কে তাদের মত বিস্তারিতভাবে জানিয়েছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।  
বিশদ

02nd  June, 2019
হিলি গিলি হোকাস ফোকাস 

শুরু হল নতুন বিভাগ হিলি গিলি হোকাস ফোকাস। এই বিভাগে জনপ্রিয় জাদুকর শ্যামল কুমার তোমাদের কিছু চোখ ধাঁধানো আকর্ষণীয় ম্যাজিক সহজ সরলভাবে শেখাবেন। আজকের বিষয় টেলিপ্যাথি বা অতীন্দ্রিয় অনুভূতি।  
বিশদ

26th  May, 2019
সংস্কৃতি পরিচয়ের মহাভারত অনন্তকথা 

সংস্কৃতি পরিচয়ের ১২তম বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল ১ মে। কলকাতার জি ডি বিড়লা সভাঘরে। ‘মহাভারত অনন্তকথা’ এই কনসার্টটিতে অংশ নিয়েছিল ৩ থেকে ১৫ বছরের ছেলে-মেয়েরা। 
বিশদ

26th  May, 2019
একনজরে
 অভিজিৎ চৌধুরী  মালদহ, বিএনএ: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে লাগাতার নানান অশান্তি এবং অভিযোগের প্রেক্ষিতে এবার উপাচার্যকে ডেকে পাঠালেন রাজ্যের শিক্ষামন্ত্রী। আগামী ১৪ই জুলাই কলকাতায় উপাচার্যকে বৈঠকে থাকার জন্য বলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডোমিসাইল বিতর্কের জল এবার গড়াতে চলেছে আদালতে। এ নিয়ে হাইকোর্টে মামলা করতে চলেছে নিট পাশ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একাংশ। শুক্রবার এ নিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের হতে চলেছে বলে সূত্রের খবর। ...

 কুলগাঁও, ১০ জুলাই (পিটিআই): বছরের অন্য সময়ে যেখানে অনবরত গুলির শব্দ সন্ত্রাসের আবহ তৈরি করে, মঙ্গলবার সেখানেই শোনা গেল শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্র। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওয়ে তিনটি প্রাচীন মন্দিরে জঙ্গি সন্ত্রাসকে উপেক্ষা করেই কাশ্মীরি পণ্ডিতরা আয়োজন করলেন যজ্ঞানুষ্ঠান। ...

 ম্যাঞ্চেস্টার, ১০ জুলাই: জেমস নিসামের বল যুজবেন্দ্র চাহালের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটরক্ষক টম লাথামের দস্তানায় জমা পড়তেই অধিনায়ক কেন উইলিয়ামসন বুকে টেনে নিলেন মার্টিন গাপটিলকে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আবেগের বশে কোনও কাজ না করাই ভালো। দাম্পত্য জীবনে বনিবনার অভাবে সংসারে অশান্তি বাড়বে। কর্মে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব জনসংখ্যা দিবস
১৮২৩ সালের এই দিনে ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
১৮৮৯ সালের এই দিনে অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
১৯২১: মঙ্গোলিয়ায় গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করল লাল ফৌজ
১৯৩০ সালের এই দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।
১৯৫৬: সাহিত্যিক অমিতাভ ঘোষের জন্ম
১৯৬২: প্রথম ট্রান্সআতলান্তিক স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচার শুরু হল
১৯৬৭: সাহিত্যিক ঝুম্পা লাহিড়ির জন্ম
১৯৭২: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম খেলা ববি ফিশার ও বরিস স্পাসকির মধ্যে শুরু হল
১৯৭৯: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাব পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। সেটিকে ভারত মহাসাগরে ফেলে ধ্বংস করা হয়।
২০০৬: মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে ২০৯জনের মৃত্যু
২০১২: আবিষ্কার হল প্লুটোর পঞ্চম উপগ্রহ এস/২০১২ পি ১



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৭.৮৩ টাকা ৬৯.৫২ টাকা
পাউন্ড ৮৩.৯৪ টাকা ৮৭.০৭ টাকা
ইউরো ৭৫.৪৬ টাকা ৭৮.৩৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৪,৭৬৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩২,৯৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৩,৪৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,০৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,১৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৬ আষা‌ঢ় ১৪২৬, ১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, দশমী ৫০/০ রাত্রি ১/৩। স্বাতী ২৭/১১ দিবা ৩/৫৫। সূ উ ৫/২/৪৯, অ ৬/২১/১, অমৃতযোগ দিবা ৩/৪১ গতে অস্তাবধি। রাত্রি ৭/৪ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১২/৩ গতে ২/১২ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে উদয়াবধি, বারবেলা ৩/১ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/৪২ গতে ১/২ মধ্যে।
২৫ আষাঢ় ১৪২৬, ১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, নবমী ০/১৫/১৭ প্রাতঃ ৫/৮/৪৭ পরে দশমী ৫৬/১২/২১ রাত্রি ৩/৩১/৪০। স্বাতীনক্ষত্র ৩৫/৩৮/১৯ রাত্রি ৭/১৮/৪, সূ উ ৫/২/৪৪, অ ৬/২৩/১০, অমৃতযোগ দিবা ৩/৪২ গতে ৬/২৩ মধ্যে এবং রাত্রি ৭/৪ গতে ৯/১৩ মধ্যে ও ১২/৪ গতে ২/১২ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/৩ মধ্যে, বারবেলা ৪/৪৩/৬ গতে ৬/২৩/১০ মধ্যে, কালবেলা ৩/৩/৩ গতে ৪/৪৩/৬ মধ্যে, কালরাত্রি ১১/৪২/৫৭ গতে ১/২/৫৪ মধ্যে।
৭ জেল্কদ
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: খেলাধুলায় বিশেষ সাফল্য। বৃষ: কর্মসূত্রে বিদেশ সফরের সুযোগ। মিথুন: সৃষ্টিশীল কাজে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব জনসংখ্যা দিবস১৮২৩ সালের এই দিনে ভারতের তৈরি প্রথম জাহাজ ...বিশদ

07:03:20 PM

 বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

09:49:59 PM

 বিশ্বকাপ: ইংল্যান্ড ২১০/২ (৩০ ওভার)

09:41:16 PM

 বিশ্বকাপ: ইংল্যান্ড ১৪৭/২ (২০ ওভার)

08:55:51 PM

বিশ্বকাপ: ইংল্যান্ড ৫০/০ (১০ ওভার)

08:00:01 PM